A
জেফ বেজোস
B
ইলন মাস্ক
C
টিম কুক
D
ল্যারি পেজ
উত্তরের বিবরণ
স্টারলিংক ইন্টারনেট (Starlink Internet)
-
প্রকার: স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
-
প্রণালী: অরবিটাল স্যাটেলাইট নেটওয়ার্ক
-
মালিক: ইলন মাস্কের SpaceX
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম প্রোটোটাইপ কক্ষপথে চালু: ২০১৮
-
উৎক্ষেপিত স্যাটেলাইট সংখ্যা: প্রায় ১,০০০
-
বিশেষত্ব: মার্কিন নভোচারী প্রতিষ্ঠান SpaceX-কে ইন্টারনেট সরবরাহ করে
উৎস: Starlink ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 2 weeks ago
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
Created: 2 weeks ago
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
টেসলা কোন কোন ধরনের প্রতিষ্ঠান?
Created: 2 weeks ago
A
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
B
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
C
বৈদ্যুতিক গাড়ি ও শক্তি প্রযুক্তি কোম্পানি
D
ই-কমার্স প্রতিষ্ঠান
টেসলা (Tesla)
-
প্রকার: আমেরিকান প্রতিষ্ঠান
-
উদ্দেশ্য: বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক প্রযুক্তি
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পূর্ববর্তী সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago