বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে-
A
মেটা
B
টেসলা
C
মাইক্রোসফট
D
স্টারলিংক
উত্তরের বিবরণ
মাইক্রোসফট ও এনভিডিয়া: বাজারমূল্য সংক্রান্ত তথ্য
-
মাইক্রোসফট:
-
বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল।
-
রাজস্ব: ৭৬.৪ বিলিয়ন ডলার
-
মাইলফলক অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর।
-
-
এনভিডিয়া:
-
প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে।
-
এক বছরের মধ্যে বাজারমূল্য তিনগুণ বৃদ্ধি।
-
মাইলফলক অর্জনের তারিখ: ৯ জুলাই
-

0
Updated: 2 months ago
Arrow 3 কোন দেশের তৈরী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্টর?
Created: 1 week ago
A
যুক্তরাষ্ট্র
B
ইরান
C
কানাডা
D
ইসরায়েল
অ্যারো-৩ হলো ইসরায়েলের কার্যকর স্বতন্ত্র ATBM (Anti‑Tactical Ballistic Missile) প্রতিরক্ষা ব্যবস্থা, যা দেশের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে।
• অ্যারো‑৩ বিশ্বের প্রথম কার্যকর জাতীয় স্বতন্ত্র ATBM প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত।
• এটি ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রবিন্দু।
• অ্যারো‑৩ ইন্টারসেপ্টর একটি অত্যাধুনিক অ্যান্টি‑ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি, যা ব্যালিস্টিক মিসাইল — বিশেষত WMD বহনকারী মিসাইল — ধ্বংস করতে সক্ষম।
• অ্যারো‑৩ অ্যারো‑২-এর সঙ্গে সমন্বয় করে একটি বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করে এবং বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।

0
Updated: 1 week ago
সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 months ago
A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
তাইওয়ান
সোনালী প্যাগোডার দেশ ও অন্যান্য ভৌগলিক উপনাম
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
কারণ: অসংখ্য সোনালী প্যাগোডা ও স্তূপ, যা দেশটির ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
-
উপাধি: Land of Golden Pagodas
-
অন্যান্য দেশের ভৌগলিক উপনাম
দেশ | ভৌগলিক উপনাম |
---|---|
কানাডা | লিলি ফুলের দেশ |
অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারুর দেশ |
ইরান | সিল্ক রুটের দেশ |
ইতালি | মার্বেলের দেশ |
তাইওয়ান | পঞ্চম ড্রাগনের দেশ |
জাম্বিয়া | তামার দেশ |
মিশর | পিরামিডের দেশ |
চীন | প্রাচীরের দেশ |
জাপান | ভূমিকম্পের দেশ |
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 3 weeks ago
A
সামরিক জোট
B
সাংস্কৃতিক জোট
C
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
D
মানবাধিকার সংগঠন
COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকার ২১টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল, যা অর্থনৈতিক সংহতি ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে।
-
পূর্ণরূপ: The Common Market for Eastern and Southern Africa
-
প্রকার: আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
-
সদস্য দেশ সংখ্যা: ২১টি দেশ
-
পূর্বসূরি সংগঠন: Preferential Trade Area (PTA), প্রতিষ্ঠিত ১৯৮১ সালে
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদরদপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি ও সামষ্টিক উন্নয়ন
উৎস:

0
Updated: 3 weeks ago