A
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান
B
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান
C
বৈদ্যুতিক গাড়ি ও শক্তি প্রযুক্তি কোম্পানি
D
ই-কমার্স প্রতিষ্ঠান
উত্তরের বিবরণ
টেসলা (Tesla)
-
প্রকার: আমেরিকান প্রতিষ্ঠান
-
উদ্দেশ্য: বৈদ্যুতিক যান এবং পরিচ্ছন্ন জ্বালানিভিত্তিক প্রযুক্তি
-
সদর দপ্তর: অস্টিন, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
-
পূর্ববর্তী সদর দপ্তর: ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
উৎস: Tesla ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
Created: 3 days ago
A
শিল্প
B
ভবন নির্মাণ
C
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
D
পরিবহন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
বাংলাদেশের বিদ্যুৎ শক্তি
সাম্রাজ্যের পতন
No subjects available.
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের মতো সূর্যের রশ্মি বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে।
-
প্রধান গ্রিনহাউস গ্যাসসমূহ: কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লুরোকার্বন (CFCs)।
খাতভিত্তিক বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ
-
বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত → প্রায় ৩৪%
-
কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ ও তাপ উৎপাদন করা হয়।
-
এর ফলে প্রচুর পরিমাণে CO₂ এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
-
-
শিল্প খাত → প্রায় ২৪%
-
কৃষি, বনায়ন ও ভূমি ব্যবহার → প্রায় ২২%
-
পরিবহন খাত → প্রায় ১৫%
-
ভবন নির্মাণ খাত → প্রায় ৬%
উৎস: U.S. Environmental Protection Agency (EPA.gov)

0
Updated: 3 days ago
V-20 জোট গঠনের উদ্যোক্তা কে?
Created: 2 weeks ago
A
আফ্রিকান ইউনিয়ন
B
ক্লাইমেট ভালনারেবল ফোরাম
C
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
D
বিশ্বব্যাংক
V-20 বা Vulnerable Twenty Group
-
সংজ্ঞা: জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ২০টি দেশের একটি জোট।
-
প্রতিষ্ঠা: ২০১৫
-
প্রথম সভা: লিমা, পেরু
-
উদ্যোক্তা: Climate Vulnerable Forum (CVF)
-
প্রাথমিক ২০টি সদস্য দেশ: আফগানিস্তান, বাংলাদেশ, বার্বাডোস, ভুটান, কোস্টা রিকা, ইথিওপিয়া, ঘানা, কেনিয়া, কিরিবাতি, মালদ্বীপ, মাদাগাস্কার, নেপাল, ফিলিপাইন, রুয়ান্ডা, সেন্ট লুসিয়া, দক্ষিণ সুদান, পূর্ব তিমুর, টুভালু, তানজানিয়া, ভিয়েতনাম
-
বর্তমান সদস্য দেশ: ৭০ টি [আগস্ট, ২০২৫]
উৎস: V-20 ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 2 weeks ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 weeks ago