A
শ্রীলঙ্কা
B
মিয়ানমার
C
থাইল্যান্ড
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
সোনালী প্যাগোডার দেশ ও অন্যান্য ভৌগলিক উপনাম
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
কারণ: অসংখ্য সোনালী প্যাগোডা ও স্তূপ, যা দেশটির ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।
-
উপাধি: Land of Golden Pagodas
-
অন্যান্য দেশের ভৌগলিক উপনাম
দেশ | ভৌগলিক উপনাম |
---|---|
কানাডা | লিলি ফুলের দেশ |
অস্ট্রেলিয়া | ক্যাঙ্গারুর দেশ |
ইরান | সিল্ক রুটের দেশ |
ইতালি | মার্বেলের দেশ |
তাইওয়ান | পঞ্চম ড্রাগনের দেশ |
জাম্বিয়া | তামার দেশ |
মিশর | পিরামিডের দেশ |
চীন | প্রাচীরের দেশ |
জাপান | ভূমিকম্পের দেশ |
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য
B
ভারত
C
ফ্রান্স
D
জার্মানি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষর: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬, নিউইয়র্ক
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের অংশগ্রহণ: স্বাক্ষর ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
গুরুত্বপূর্ণ তথ্য:
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি এখনও অনুমোদন দেয়নি।
-
এর মধ্যে রাশিয়া ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করেছে।
-
ফলে, চুক্তিটি এখনও কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।
উৎস: CTBTO ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
’কালাহারি মরুভূমি’ যে তিনটি দেশে বিস্তৃত?
Created: 2 weeks ago
A
মিশর, লিবিয়া, চাঁদ
B
নামিবিয়া, জিম্বাবুয়ে, কেনিয়া
C
মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া
D
বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা
কালাহারি মরুভূমি (Kalahari Desert)
-
অবস্থান: আফ্রিকা মহাদেশ
-
বিশেষত্ব: আফ্রিকার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মরুভূমি; বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি
-
দেশসমূহ: বতসোয়ানা, নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা (মোট ৩টি দেশ)
-
আয়তন: প্রায় ৯,৩২,০০০ বর্গ কিমি
-
বিস্তার:
-
বতসোয়ানার ৭০% অঞ্চল
-
নামিবিয়ার পূর্ব অংশ
-
দক্ষিণ আফ্রিকার উত্তর অংশ
-
উৎস: Worldatlas.com

0
Updated: 2 weeks ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago