A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
উত্তরের বিবরণ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
Created: 2 weeks ago
A
ওমান উপসাগর
B
লোহিত সাগর
C
পারস্য উপসাগর
D
আরব সাগর
'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে।
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।
উৎস ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago
ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 2 weeks ago
A
১৯৭৩ সালে
B
১৯৬৯ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৮০ সালে
ইসলামি উন্নয়ন ব্যাংক (IsDB)
-
পূর্ণরূপ: Islamic Development Bank
-
প্রতিষ্ঠা:
-
সিদ্ধান্ত: ১৯৭৩, জেদ্দা, সৌদি আরব (মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন)
-
কার্যক্রম শুরু: ২০ অক্টোবর, ১৯৭৫
-
-
প্রধান কার্যালয়: জেদ্দা, সৌদি আরব
-
সদস্য দেশ সংখ্যা: ৫৭টি [আগস্ট, ২০২৫]
-
বর্তমান প্রেসিডেন্ট: Dr. Muhammad Al Jasser
-
বাংলাদেশের যোগদান: ১২ আগস্ট, ১৯৭৪; কার্যক্রম শুরু: ১৯৮৩
-
বৈশিষ্ট্য:
-
বিনা সুদে ঋণ প্রদান
-
আর্থ-সামাজিক উন্নয়ন সহায়তা
-
অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশবান্ধব অর্থনীতির ক্ষেত্রে কার্যক্রম
-
-
উল্লেখ্য:
-
ওআইসি সদস্য দেশসমূহ স্বয়ংক্রিয়ভাবে IsDB সদস্য
-
বাংলাদেশও ওআইসি সদস্য হওয়ায় IsDB-এর অংশ
-
উৎস: IDB ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কবে?
Created: 2 weeks ago
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
Green Climate Fund (GCF):
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে (COP-16, Cancun, Mexico)।
-
সদরদপ্তর: ইয়েনচিয়ন (Incheon), দক্ষিণ কোরিয়া।
-
মূল উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় (mitigation ও adaptation) অর্থায়ন করা।
-
লক্ষ্যমাত্রা: বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ।
-
গুরুত্ব: এটি UNFCCC-এর আর্থিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক তহবিল।
👉 এই টপিকটি পড়ে "Environment & Climate Change" / "International Organizations" অধ্যায়ে প্রশ্ন আসতে পারে।

0
Updated: 2 weeks ago