নেপালের সর্বশেষ রাজা ছিলেন—
A
জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
B
মহেন্দ্র বীর বিক্রম শাহ
C
বীরেন্দ্র বীর বিক্রম শাহ
D
পৃথ্বী নারায়ণ শাহ
উত্তরের বিবরণ
নেপালের রাজতন্ত্র সম্পর্কিত তথ্য
-
সর্বশেষ রাজা: জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব
-
শাসনকাল: ২০০১–২০০৮ (রাজতন্ত্র বিলুপ্ত হওয়া পর্যন্ত)
-
রাজধানী: কাঠমান্ডু
-
মুদ্রা: নেপালি রুপি
-
রাজতন্ত্রের প্রতিষ্ঠা: ১৭৬৯ সালে
-
প্রথম রাজা: পৃথ্বী নারায়ণ শাহ (১৭৬৮ সালে কাঠমান্ডু জয় ও ঐক্যবদ্ধ রাজ্য প্রতিষ্ঠা)
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
সালাহউদ্দিন নোমান চৌধুরী
B
মুহাম্মদ আবদুল মুহিত
C
ইসমত জাহান
D
তৌহিদ হোসেন
জাতিসংঘ ও বাংলাদেশ:
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। এই সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ, এবং সদস্যপদ অনুমোদনের পরপরই দেশটিকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সংস্থায় সক্রিয়ভাবে যুক্ত করা হয়।
মূল তথ্যাবলি:
-
সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
-
অধিবেশন: জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন
-
সদস্যপদ ক্রম: ১৩৬তম
-
প্রথম জাতিসংঘ সংস্থা, যেখানে বাংলাদেশকে স্বাগত জানানো হয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব:
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী
-
১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত
বাংলাদেশের জাতিসংঘে ভূমিকা:
বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। এছাড়া দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটি সক্রিয় ভূমিকা পালন করছে।

0
Updated: 1 week ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
Created: 2 months ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-

0
Updated: 2 weeks ago