A
নিউজিল্যান্ড
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
ভৌগলিক উপনাম | দেশ |
---|---|
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
নীল নদের দেশ | মিশর |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রেলিয়া |
মার্বেলের দেশ | ইতালি |
পঞ্চম ড্রাগনের দেশ | তাইওয়ান |
পিরামিডের দেশ | মিশর |

0
Updated: 2 weeks ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বিশ্বের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজার মূল্য অতিক্রম করেছে-
Created: 2 weeks ago
A
মেটা
B
টেসলা
C
মাইক্রোসফট
D
স্টারলিংক
মাইক্রোসফট ও এনভিডিয়া: বাজারমূল্য সংক্রান্ত তথ্য
-
মাইক্রোসফট:
-
বিশ্বে দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছাড়াল।
-
রাজস্ব: ৭৬.৪ বিলিয়ন ডলার
-
মাইলফলক অর্জন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নির্মাতা এনভিডিয়ার পর।
-
-
এনভিডিয়া:
-
প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য অতিক্রম করে।
-
এক বছরের মধ্যে বাজারমূল্য তিনগুণ বৃদ্ধি।
-
মাইলফলক অর্জনের তারিখ: ৯ জুলাই
-

0
Updated: 2 weeks ago
সাভাক (SAVAK) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
ইসরায়েল
B
ইরান
C
মিশর
D
সৌদি আরব
সাভাক (SAVAK)
-
সাভাক ছিল ইরানের একটি গোয়েন্দা সংস্থা।
-
প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ রেজা শাহের শাসনামলে।
-
বিলুপ্তি হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর।
অন্য কিছু দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা:
-
যুক্তরাষ্ট্র: CIA, DIA, FBI
-
ভারত: RAW, CBI
-
পাকিস্তান: ISI, FIA
-
ইসরায়েল: MOSSAD, Shin Bet (Shabak), Aman
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago