ক্যাঙ্গারুর দেশ বলা হয়-
A
নিউজিল্যান্ড
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
তাইওয়ান
উত্তরের বিবরণ
ভৌগলিক উপনাম | দেশ |
---|---|
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
নীল নদের দেশ | মিশর |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রেলিয়া |
মার্বেলের দেশ | ইতালি |
পঞ্চম ড্রাগনের দেশ | তাইওয়ান |
পিরামিডের দেশ | মিশর |

0
Updated: 2 months ago
ধরিত্রী সম্মেলনের ফলাফল হিসেবে কোন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়?
Created: 1 month ago
A
ভিয়েনা ঘোষণা ও এজেন্ডা ২১
B
মন্ট্রিল ঘোষণা ও এজেন্ডা ২১
C
রিও ঘোষণা ও এজেন্ডা ২১
D
লন্ডন ঘোষণা ও এজেন্ডা ২১
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
ধরিত্রি সম্মেলন
সাম্রাজ্যের পতন
ধরিত্রী সম্মেলন (Earth Summit – 1992)
-
সময়: ৩–১৪ জুন, ১৯৯২
-
স্থান: রিও ডি জেনিরো, ব্রাজিল
-
অন্য নাম: রিও সামিট, রিও কনফারেন্স, ধরিত্রী সম্মেলন
-
আয়োজক: জাতিসংঘ
-
অংশগ্রহণকারী: ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যম প্রতিনিধি ও এনজিও
-
মূল উদ্দেশ্য: পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ
-
গুরুত্বপূর্ণ নীতি: Polluter Pays Principle
উল্লেখযোগ্য সাফল্যসমূহ
-
রিও ঘোষণা
-
২৭ দফা নীতিসহ পরিবেশ ও উন্নয়নের কাঠামো নির্ধারণ।
-
-
এজেন্ডা ২১
-
২১শ শতাব্দীর জন্য টেকসই উন্নয়নের কর্মপরিকল্পনা।
-
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক কাঠামো।
-
পরবর্তীতে কিয়োটো প্রোটোকল ও প্যারিস চুক্তি এর ভিত্তি।
-
-
Convention on Biological Diversity (CBD)
-
জৈব বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই ব্যবহার ও ন্যায্য বণ্টন নিশ্চিতকরণ।
-
-
Forest Principles
-
বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার ঘোষণা।
-
-
Small Island Developing States (SIDS) Conference – 1994
-
ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর টেকসই উন্নয়নের প্রথম সম্মেলন।
-
উৎস: UN ওয়েবসাইট

0
Updated: 1 month ago
অপারেশন ডেজার্ট স্টর্ম কোন যুদ্ধের সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
ভিয়েতনাম যুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
উপসাগরীয় যুদ্ধ
D
আফগান যুদ্ধ
বিভিন্ন সময়ে ইতিহাসে বড় ধরনের সামরিক অভিযান চালানো হয়েছে, যেগুলো নিজ নিজ সময়ে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
-
অপারেশন ডেজার্ট স্টর্ম: বহুজাতিক বাহিনী দ্বারা পরিচালিত; কারণ – উপসাগরীয় যুদ্ধ; সময় – ১৯৯১ সাল।
-
অপারেশন বারবারোসা: জার্মানি কর্তৃক পরিচালিত; কারণ – সোভিয়েত ইউনিয়নের (রাশিয়া) বিরুদ্ধে সামরিক অভিযান; সময় – দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন।
-
অপারেশন ব্লু স্টার: ইন্দিরা গান্ধী সরকারের অধীনে পরিচালিত; কারণ – ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরে সামরিক অভিযান; সময় – ১৯৮৪ সাল।
উৎস:

0
Updated: 1 month ago
'অপারেশন ডেজার্ট ফক্স' কোন দেশের উপর চালানো হয়?
Created: 2 weeks ago
A
ইরাক
B
কুয়েত
C
সিরিয়া
D
আফগানিস্তান
অপারেশন ডেজার্ট ফক্স হলো ১৯৯৮ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দ্বারা ইরাকের লক্ষ্যবস্তুতে পরিচালিত চার দিনের বোমা অভিযান।
-
পরিচালক: মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট
-
কারণ: জাতিসংঘের অস্ত্র পরিদর্শকদের সাথে সহযোগিতা না করার জন্য সাদ্দাম হোসেনের ক্রমাগত অস্বীকৃতি
-
হামলার সময়কাল: চার দিন
-
ব্যবহারকৃত অস্ত্র: এক হাজারেরও বেশি বোমা এবং ক্রুজ মিসাইল
-
লক্ষ্য: ইরাকের শতাধিক স্থাপনা

0
Updated: 2 weeks ago