A
লোকায়ত জীবন- সংস্কৃতি
B
দেশভাগ
C
স্বদেশী আন্দোলন
D
মহাজনী শোষণ
উত্তরের বিবরণ
কিত্তনখোলা নাটক
-
রচয়িতা: সেলিম আল দীন। এটি তাঁর জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম।
-
কিত্তনখোলা রচনার মাধ্যমে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্পকে নতুন মাত্রায় উন্নীত করেন।
-
এ নাটক থেকেই পাশ্চাত্য নাট্যরীতি বর্জন করে প্রাচ্যীয় নাট্যরীতির সূচনা ঘটে।
-
কিত্তনখোলা হয়ে উঠেছে বাঙালির প্রান্তিক জনজীবনের প্রথাগত সংস্কৃতি ও আচার-আচরণের ইতিবৃত্ত।
-
লেখকের ভাষায়— “কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।”
-
নাটকটিতে মহাকাব্যিক ব্যঞ্জনায় গ্রামীণ জীবনের বিস্তৃত চিত্র অঙ্কিত হয়েছে।
-
বর্ণনামূলক শিল্পরীতির প্রয়োগে নাটকটি শিল্পের এক মহৎ উচ্চতায় পৌঁছে নতুন মাত্রা লাভ করে।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
প্রাচ্য
-
হাতহদাই
-
যৈবতী কন্যার মন
-
চাকা
-
হরগজ
-
একটি মারমা রূপকথা
-
বনপাংশুল
-
নিমজ্জন
-
স্বর্ণবোয়াল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, কিত্তনখোলা নাটক

0
Updated: 2 weeks ago
কোন নাটকটি সেলিম আল দীনের?
Created: 1 month ago
A
মুনতাসীর ফ্যান্টাসী
B
পায়ের আওয়াজ পাওয়া যায়
C
কবর
D
বহুব্রীহি
স্বৈরশাসনকে ব্যঙ্গ করে সেলিম আল দীন রচনা করেন ‘মুনতাসীর ফ্যান্টাসি’ নাটকটি।
- হাস্যরসের মাধ্যমে তিনি দেখিয়েছেন সেনা ও স্বৈরশাসকেরা দেশের প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সঙ্গে শুভবোধ ও সংস্কৃতিকেও ধ্বংস করে৷
অন্যদিকে,
- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তযুদ্ধবিষয়ক কাব্যনাট্য।
- 'কবর' নাটকের রচয়িতা- অধ্যাপক মুনীর চৌধুরী। এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
------------------------
• সেলিম আল দীন:
- বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার হলেন সেলিম আল দীন।
- তাঁর প্রকৃত নাম মইনুদ্দিন আহমেদ।
- তিনি ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।
• তাঁর রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা,
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা,
- যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক?
Created: 3 months ago
A
নূরজাহান
B
বঙ্গনারী
C
মেবার পতন
D
দুর্গাদাস
• দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটক:
- পরপারে,
- বঙ্গনারী,
- এক ঘরে
- কল্কি অবতার,
- বিরহ
- পূণর্জন্ম,
- প্রায়শ্চিত্ত,
- আনন্দ বিদায়।
• দ্বিজেন্দ্রলাল রায়:
- ১৯ জুলাই, ১৮৬৩ সালে নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক।
- তিনি বাংলা নাটকে প্রথম দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টি করেছেন।
- তাঁর রচিত ইংরেজি কাব্যগ্রন্থের নাম Lyrics of Ind.
• তাঁর রচিত নাটক:
• ঐতিহাসিক নাটক:
- সাজাহান,
- মেবার পতন,
- নূরজাহান,
- প্রতাপসিংহ,
- তারাবাঈ,
- সিংহল বিজয়,
- তাপসী।
• রোমান্টিক নাটক:
- সীতা,
- ভীষ্ম,
- সোহরাব-রুস্তম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
'কমলে কামিনী' নাটকটি কে রচনা করেছেন?
Created: 3 months ago
A
জসীম উদ্দীন
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
দীনবন্ধু মিত্র
D
মাইকেল মধুসূদন দত্ত
• 'কমলে কামিনী' নাটক:
- 'কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক।
- এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। চরিত্রগুলি সবই অভিজাত বংশীয় তবে দুর্বল।
- উল্লেখযোগ্য চরিত্র: রাজা, সমরকেতু শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।
• দীনবন্ধু মিত্র:
- দীনবন্ধু মিত্র ১৮৩০ খ্রিষ্টাব্দে নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে। তিনি ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখেন।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
• দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল দর্পণ
- নবীন তপস্বিনী,
- লীলাব্তী,
- জামাই বারিক,
- কমলে কামিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago