'কিত্তনখোলা' নাটকটির বিষয় কোনটি?
A
লোকায়ত জীবন- সংস্কৃতি
B
দেশভাগ
C
স্বদেশী আন্দোলন
D
মহাজনী শোষণ
উত্তরের বিবরণ
কিত্তনখোলা নাটক
-
রচয়িতা: সেলিম আল দীন। এটি তাঁর জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম।
-
কিত্তনখোলা রচনার মাধ্যমে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্পকে নতুন মাত্রায় উন্নীত করেন।
-
এ নাটক থেকেই পাশ্চাত্য নাট্যরীতি বর্জন করে প্রাচ্যীয় নাট্যরীতির সূচনা ঘটে।
-
কিত্তনখোলা হয়ে উঠেছে বাঙালির প্রান্তিক জনজীবনের প্রথাগত সংস্কৃতি ও আচার-আচরণের ইতিবৃত্ত।
-
লেখকের ভাষায়— “কিত্তনখোলা পর্বে আমি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সাথে পরিচিত হই।”
-
নাটকটিতে মহাকাব্যিক ব্যঞ্জনায় গ্রামীণ জীবনের বিস্তৃত চিত্র অঙ্কিত হয়েছে।
-
বর্ণনামূলক শিল্পরীতির প্রয়োগে নাটকটি শিল্পের এক মহৎ উচ্চতায় পৌঁছে নতুন মাত্রা লাভ করে।
সেলিম আল দীনের উল্লেখযোগ্য নাটক ও নাট্যগ্রন্থ
-
জন্ডিস ও বিবিধ বেলুন
-
বাসন
-
কেরামতমঙ্গল
-
প্রাচ্য
-
হাতহদাই
-
যৈবতী কন্যার মন
-
চাকা
-
হরগজ
-
একটি মারমা রূপকথা
-
বনপাংশুল
-
নিমজ্জন
-
স্বর্ণবোয়াল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, কিত্তনখোলা নাটক

0
Updated: 2 months ago
'নীল দর্পণ' নাটকটির বিষবস্তু কী?
Created: 1 month ago
A
নীলকরদের অত্যাচার
B
ভাষা আন্দোলন
C
অসহযোগ আন্দোলন
D
তে-ভাগা আন্দোলন
নীল-দর্পণ
-
‘নীল-দর্পণ’ (১৮৬০) দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ নাটক এবং সর্বাধিক খ্যাত রচনা।
-
নাটকটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে, ঢাকা থেকে।
-
মূল বিষয়বস্তু ছিল— তৎকালীন নীলচাষিদের উপর নীলকর সাহেবদের অমানবিক অত্যাচার এবং শাসকশ্রেণীর অন্যায় আচরণ।
-
প্রকাশের পর নাটকটি সমাজে ব্যাপক আলোড়ন তোলে এবং কৃষকদের নীলবিদ্রোহে সাহস জোগায়।
-
মাইকেল মধুসূদন দত্ত ‘A Native’ ছদ্মনামে ইংরেজি অনুবাদ করেন এবং নাম দেন Nil Darpan or The Indigo Planting Mirror (১৮৬১)। পরে প্রকাশের কারণে পাদ্রি জেমস লং আদালতের দ্বারা অর্থদণ্ডে দণ্ডিত হন।
-
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাটকটিকে মার্কিন সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ‘Uncle Tom’s Cabin’-এর সঙ্গে তুলনা করেছিলেন।
-
নাটকটি আজও জাতীয় চেতনার পথিকৃৎ হিসেবে স্বীকৃত এবং এটিই প্রথম বাংলা নাটক যা বিদেশি ভাষায় অনূদিত হয়।
-
প্রথম প্রকাশিত হয়েছিল ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে (ঢাকা, ১৮৬০) এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটিই ছিল সাধারণ রঙ্গালয়ের প্রথম মঞ্চনাটক।
দীনবন্ধু মিত্র
-
জন্ম: ১৮৩০ সালে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে এক দরিদ্র পরিবারে।
-
তিনি ছিলেন রায়বাহাদুর উপাধিপ্রাপ্ত খ্যাতনামা নাট্যকার।
-
প্রথমে ঈশ্বরচন্দ্র গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখতেন এবং কলেজ জীবনে তাঁর সংস্পর্শে এসে ‘সংবাদ প্রভাকর’, ‘সংবাদ সাধুরঞ্জন’ ইত্যাদি পত্রিকায় কবিতা প্রকাশ করতেন।
-
যদিও কবিতায় হাতেখড়ি, তবুও নাটক ও প্রহসন রচনার মাধ্যমেই তিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেন।
-
তাঁর শ্রেষ্ঠ রচনা হলো ‘নীল-দর্পণ’।
-
মৃত্যু: ১৮৭৩ সালের ১ নভেম্বর, অকালপ্রয়াণ ঘটে।
অন্যান্য নাটক
-
নবীন তপস্বিনী
-
লীলাবতী
-
কমলে কামিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি গীতিনাট্য হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
নটীর পূজা
B
বাল্মীকি প্রতিভা
C
চিত্রাঙ্গদা
D
চণ্ডালিকা
"বাল্মীকি প্রতিভা" (গীতিনাট্য)
-
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮১ সালে এই গীতিনাট্যটি রচনা করেন।
-
এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের সংমিশ্রণ ঘটান।
-
ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সমাগম উপলক্ষে এর অভিনয় অনুষ্ঠিত হয়।
-
রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেছিলেন বাল্মীকি চরিত্রে।
-
তাঁর ভ্রাতুষ্পুত্রী প্রতিভা অভিনয় করেছিলেন সরস্বতীর ভূমিকায়।
রবীন্দ্রনাথের কিছু নৃত্যনাট্য
-
চিত্রাঙ্গদা (১৮৯২): মনিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত; অমিত্রাক্ষর ছন্দে লেখা।
-
নটীর পূজা (১৯২৬): কথা ও কাহিনী কাব্যের অন্তর্গত পূজারিণী কবিতাকে অবলম্বন করে রচিত।
-
চণ্ডালিকা (১৯৩৩): অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ; এখানে প্রকৃতি নামের এক চণ্ডালী কন্যা মায়ের সাহায্যে এক বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভনে ফেলার ঘটনা প্রধান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
’নীল দর্পণ’ নাটকের উপজীব্য কী?
Created: 2 months ago
A
পঞ্চাশের মন্বন্তর
B
নীল চাষিদের দুরবস্থা
C
দেশভাগ
D
ভাষা আন্দোলন
নীল দর্পণ
-
রচয়িতা: দীনবন্ধু মিত্র
-
প্রকাশ: ১৮৬০, ঢাকা
-
বিষয়বস্তু: নীলকর সাহেবদের অত্যাচারে ক্ষতিগ্রস্ত নীল চাষিদের দুরবস্থা
-
শ্রেষ্ঠ নাটক ও শ্রেষ্ঠ রচনা হিসেবে পরিচিত
-
ইংরেজি অনুবাদ: মাইকেল মধুসূদন দত্ত, ছদ্মনাম A Native
-
প্রথম অভিনয়: ১৮৭২ সালের ৭ ডিসেম্বর, ছদ্মনাম ‘কস্যচিৎ পথিকস্য’
দীনবন্ধু মিত্র
-
জন্ম: নদীয়া জেলার চৌবেড়িয়া, দরিদ্র পরিবার
-
পিতৃদত্ত নাম: গন্ধর্বনারায়ণ
-
প্রথম সাহিত্য: কবিতা (সংবাদ প্রভাকর, সাধুরঞ্জন পত্রিকায়)
-
প্রধান খ্যাতি: নাটক ও প্রহসন
-
নীল দর্পণ: প্রধান কাব্য/নাটক
-
নাটকের প্রভাব: সমাজে আলোড়ন সৃষ্টি, নীলবিদ্রোহে ইন্ধন
অন্যান্য নাটক:
-
নবীন তপস্বিনী
-
লীলাবতী
-
কমলে কামিনী

0
Updated: 2 months ago