কোন উপসর্গটি 'বিশেষ' অর্থে ব্যবহৃত হয়েছে?
A
উপনেতা
B
উপভোগ
C
উপগ্রহ
D
উপসাগর
উত্তরের বিবরণ
‘উপ’ উপসর্গের ব্যবহার
-
উপভোগ শব্দে ‘উপ’ উপসর্গটি ‘বিশেষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
-
অন্যদিকে, উপনেতা, উপসাগর, উপগ্রহ প্রভৃতি শব্দে ‘উপ’ উপসর্গটি ‘ক্ষুদ্র’ অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ — ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 2 months ago
”উৎপীড়ন”শব্দে ’উৎ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 2 days ago
A
অতিশয্য
B
প্রস্তুতি
C
ঊর্ধ্বমুখিতা
D
উপকর্ষ
‘উৎ’ উপসর্গটি সংস্কৃত তৎসম উপসর্গ, যা শব্দে যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। ‘উৎপীড়ন’ শব্দে এটি ‘অতিশয্য’ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অত্যধিক বা অতিরিক্ত পীড়ন বোঝায়। নিচে ‘উৎ’ উপসর্গটির বিভিন্ন অর্থে ব্যবহারের উদাহরণ দেওয়া হলো—
-
ঊর্ধ্বমুখিতা অর্থে: উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন।
-
অতিশয্য অর্থে: উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন।
-
প্রস্তুতি অর্থে: উৎপাদন, উচ্চারণ।
-
উপকর্ষ অর্থে: উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট।

0
Updated: 2 days ago
"উৎপীড়ন" শব্দে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 4 months ago
A
অপকর্ষ
B
প্রস্তুতি
C
ঊর্ধ্বমুখিতা
D
আতিশয্য
বিভিন্ন অর্থে 'উৎ' উপসর্গটির ব্যবহার
ঊর্ধ্বমুখী অর্থে:
উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন।
আতিশয্য অর্থে:
উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন।
প্রস্তুতি অর্থে:
উৎপাদন, উচ্চারণ।
অপকর্ষ অর্থে:
উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট।
তৎসম উপসর্গসমূহ:
তৎসম উপসর্গ মোট বিশটি। যেমন —
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 4 months ago
'প্রচলন' শব্দের 'প্র' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
আধিক্য
B
খ্যাতি
C
প্রকৃষ্ট
D
ধারা-পরম্পরা
“প্র” সংস্কৃত উপসর্গের ব্যবহার
সংজ্ঞা:
বাংলা ভাষায় “প্র” উপসর্গ মূলত সanskrit থেকে নেওয়া হয়েছে এবং এটি শব্দের অর্থে বিভিন্ন প্রকারের পরিবর্তন বা বিশেষ অর্থ যোগ করে।
১. প্রকৃষ্ট / সম্যক অর্থে
-
অর্থ: যথার্থ, পরিপূর্ণ বা প্রকৃতভাবে
-
উদাহরণ:
-
প্রচলন (সম্পূর্ণভাবে প্রচার বা প্রতিষ্ঠা করা)
-
প্রস্ফুটিত (পুরোপুরি ফোটানো বা প্রকাশিত)
-
২. আধিক্য অর্থে
-
অর্থ: বৃদ্ধি, বেশি বা প্রবলভাবে
-
উদাহরণ:
-
প্রচার (ব্যাপকভাবে জানানো)
-
প্রবল (অত্যন্ত শক্তিশালী)
-
প্রসার (বিস্তৃতি বা বৃদ্ধি)
-
প্রগাঢ় (গভীর বা তীব্র)
-
৩. খ্যাতি অর্থে
-
অর্থ: মান বা খ্যাতি প্রকাশ করা
-
উদাহরণ:
-
প্রতাপ (শক্তি ও খ্যাতি)
-
প্রসিদ্ধ (খ্যাতিমান)
-
প্রভাব (পরিচিত প্রভাবশালী অবস্থা)
-
৪. ধারা-পরম্পরা বা অনুগামিক অর্থে
-
অর্থ: ধারাবাহিকতা বা সম্পর্ক নির্দেশ করা
-
উদাহরণ:
-
প্রশাখা (শাখার ধারাবাহিক অংশ)
-
প্রপৌত্র (নাতির নাতি বা উত্তরাধিকার সূত্রে সংযুক্ত ব্যক্তি)
-
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago