'জীবন ও রাজনৈতিক বাস্তবতা' উপন্যাস কে রচনা করেছেন?
A
শহীদুল জহির
B
হাসান হাফিজুর রহমান
C
শওকত ওসমান
D
হাসান আজিজুল হক
উত্তরের বিবরণ
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
এই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটির রচয়িতা শহীদুল জহির।
শহীদুল জহির
-
জন্ম: ১৯৫৩ সাল, ঢাকা।
-
প্রকৃত নাম: মো. শহীদুল হক।
তাঁর রচিত গল্পগ্রন্থ
-
পারাপার
-
ডুমুরখেকো
-
মানুষ ও অন্যান্য গল্প
-
ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প
তাঁর রচিত উপন্যাস
-
জীবন ও রাজনৈতিক বাস্তবতা
-
সে রাতে পূর্ণিমা ছিল
-
মুখের দিকে চেয়ে দেখি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?
Created: 3 weeks ago
A
প্রস্থ
B
সমতল
C
বিন্দু
D
দৈর্ঘ্য
প্রশ্নে বলা হয়েছে “তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?”। এর উত্তর বের করতে হলে জ্যামিতির মৌলিক নিয়মগুলো জানা দরকার।
-
দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়।
-
আবার, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়।
-
তাই সম্পর্ক দাঁড়ায়: তল রেখার সাথে সম্পর্কযুক্ত, আর রেখা বিন্দুর সাথে সম্পর্কযুক্ত।

0
Updated: 3 weeks ago
মুসলিম পুনর্জাগরণবাদী কবি বলা হয় কাকে?
Created: 2 weeks ago
A
মীর মশাররফ হোসেন
B
বেগম রোকেয়া
C
আল মাহমুদ
D
ফররুখ আহমদ
ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুসলিম পুনর্জাগরণবাদী কবি হিসেবে পরিচিত এবং বাংলা সাহিত্যে কাব্য ও সনেটের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো 'সাত সাগরের মাঝি'। ফররুখ আহমদ তাঁর কাহিনী কাব্য 'হাতেমতায়ী' এর জন্য ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন এবং একই সালে শিশুতোষ 'পাখির বাসা' এর জন্য ইউনেস্কো পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 'মুহূর্তের কবিতা' নামে একটি সনেট সংকলন রচনা করেছেন।
-
কাব্যগ্রন্থসমূহ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনীরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
সিন্দাবাদ
-
হাতেমতায়ী
-
নতুন লেখা
-
হাবেদা মরুরকাহিনী
-

0
Updated: 2 weeks ago
'পথের পাঁচালী' উপন্যাস কয়টি ভাগে বিভক্ত?
Created: 1 week ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস, যা বাংলার গ্রামীণ জীবন ও মানুষের চিত্রণ প্রধান থিম হিসেবে উপস্থাপন করে।
-
প্রকাশকাল ও মাধ্যম: ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত; প্রথম প্রকাশিত 'বিচিত্রা' পত্রিকায়।
-
পটভূমি ও বিষয়: বাংলাদেশের গ্রাম ও পরিচিত মানুষের জীবন, শিশুর চৈতন্যের জাগরণ, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক।
-
উপন্যাসের কাঠামো: তিনটি ভাগ—বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
-
কেন্দ্রীয় চরিত্র: বালক অপু।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: দুর্গা, ইন্দির ঠাকরুন, সর্বজয়া।

0
Updated: 1 week ago