A
ইতিহাস মালা
B
প্রবোধচন্দ্রিকা
C
লিপিমালা
D
তোতা ইতিহাস
উত্তরের বিবরণ
চণ্ডীচরণ মুনশী রচিত গ্রন্থ
-
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘তোতা ইতিহাস’।
-
গ্রন্থটি প্রকাশিত হয় ১৮০৫ খ্রিষ্টাব্দে।
চণ্ডীচরণ মুনশী
-
তিনি ব্রিটিশ ভারতের একজন বাঙালি লেখক।
-
বাংলা ভাষার অধ্যাপক হিসেবে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে দায়িত্ব পালন করেছিলেন।
অন্যান্য গ্রন্থ ও তাঁদের রচয়িতা
-
ইতিহাস মালা — উইলিয়াম কেরি
-
প্রবোধচন্দ্রিকা — মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
লিপিমালা — রামরাম বসু
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
প্রভু যিশুর বাণী
B
কৃপার শাস্ত্রের অর্থভেদ
C
ফুলমণি ও করুণার বিবরণ
D
মিশনারি জীবন
• ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
রোমান ক্যাথলিক ধর্মযাজক মানোএল দা আসসুম্পসাঁও ১৭৩৪ সালে ‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ নামের একটি গ্রন্থ লেখেন এবং ১৭৪৩ সালে এটি পর্তুগালের লিসবনে রোমান হরফে মুদ্রিত হয়। এই গ্রন্থটিকে বাংলা গদ্যের প্রাথমিক রূপ হিসেবে ধরা হয়।
এই বইটি লেখা হয়েছিল ঢাকার ভাওয়াল এলাকার ‘নাগরী’ নামক স্থানে। এতে এক দিকে বাংলা ভাষায় এবং অন্য দিকে পর্তুগিজ ভাষায় গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিস্টধর্ম ও খ্রিস্টানদের আচার-অনুষ্ঠান বোঝানো হয়েছে।
• মনোএল দা আসসুম্পসাঁও
তিনি একজন পর্তুগিজ খ্রিস্টান যাজক ছিলেন। বাংলা ভাষার ব্যাকরণ রচনায় তিনিই প্রথম উদ্যোগ নেন।
১৭৪৩ সালে তিনি দুটি বাংলা বই লেখেন ও মুদ্রণ করেন। বই দুটি হলো:
-
কৃপার শাস্ত্রের অর্থ ভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ (যার অর্থ: বাংলা ও পর্তুগিজ ভাষার শব্দকোষ ও বাক্যপ্রয়োগ)
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর)
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 1 month ago
'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা-
Created: 1 week ago
A
উইলিয়াম কেরি
B
গোলকনাথ শর্মা
C
রামরাম বসু
D
হরপ্রসাদ রায়
রামরাম বসু
-
রামরাম বসু রচিত ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটি ১৮০১ সালে প্রকাশিত হয়।
-
এটি বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ হিসেবে পরিচিত।
-
রামরাম বসু ছিলেন উইলিয়াম কেরির বাংলা শিক্ষকের ভূমিকা পালনকারী; তিনি কেরিকে বাংলা ভাষা শিখিয়েছিলেন ১৭৯৩ থেকে ১৭৯৬ সালের মধ্যে।
-
এ কারণে তিনি কেরি সাহেবের মুনসি নামে খ্যাত ছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
প্রবোধচন্দ্রিকা” গ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মনোএল দা আস্সুম্পসাঁউ
C
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
D
উইলিয়াম কেরী
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি উনিশ শতকের একজন বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক ছিলেন।
-
জন্ম: তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলা।
-
নাটোর রাজবাড়ির দরবারে লেখাপড়া করে তিনি একজন উচ্চমানের সংস্কৃত পণ্ডিতে পরিণত হন।
-
বাংলা গদ্যের প্রাথমিক যুগে তিনি প্রধান লেখক এবং উনিশ শতকের প্রথম শ্রেষ্ঠ বাংলা গদ্যকার হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
উইলিয়াম কেরীর সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ‘জজ-পণ্ডিত’ হিসেবেও দায়িত্ব পালন করেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতাহিসেবে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago