'নদী'- র সমার্থক শব্দ নয় কোনটি?
A
স্রোতঃস্বিনী
B
স্রোতঃস্বতী
C
শৈবলিনী
D
সিন্ধু
উত্তরের বিবরণ
‘সিন্ধু’ এর সমার্থক শব্দ
-
সাগর
‘নদী’ এর সমার্থক শব্দসমূহ
-
নদ
-
নদনদী
-
গাঙ
-
স্রোতঃস্বিনী
-
তটিনী
-
স্রোতঃস্বতী
-
শৈবলিনী
-
সরিৎ
-
প্রবাহিণী
-
নির্ঝরণী
-
তরঙ্গিণী
-
মন্দাকিনী
-
কল্লোলিনী ইত্যাদি
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 months ago
২৮) 'কান্তার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
হাত
B
কন্যা
C
স্ত্রী
D
বন
যুক্তবর্ণ
সংজ্ঞা:
একাধিক বর্ণ একত্রিত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলে। যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে কখনো সহজে চিনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
প্রকারভেদ: স্বচ্ছ ও অস্বচ্ছ।
১. স্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ: ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
২. অস্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ:
-
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স)
-
গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক)
-
জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ)
-
ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র)
-
দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ), ভ্র (ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ)
-
রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 months ago
'মৌমাছি' এর প্রতিশব্দ -
Created: 3 weeks ago
A
মধুপ
B
অলি
C
শিলীমুখ
D
সবগুলোই
মৌমাছি শব্দের প্রতিশব্দের মধ্যে রয়েছে মধুকর, অলি, মধুপ, শিলীমুখ প্রভৃতি।
উৎস:

0
Updated: 3 weeks ago
২৫) 'Patois' এর পারিভাষিক শব্দ -
Created: 2 months ago
A
বিভাষা
B
আঞ্চলিক ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
ভাষা সম্পর্কিত পারিভাষিক শব্দসমূহ
-
Patois → আঞ্চলিক ভাষা
-
Foreign language → বিভাষা
-
Classical language; elegant / polished / chaste language → সাধু ভাষা
-
Colloquial language → চলিত ভাষা
উৎস:
-
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
-
প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান

0
Updated: 2 months ago