শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির প্রথম খণ্ড কোনটি?
A
সূচনা খণ্ড
B
জন্ম খণ্ড
C
পরিচয় খণ্ড
D
বাণ খণ্ড
উত্তরের বিবরণ
শ্রীকৃষ্ণকীর্তন
-
মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ হলো শ্রীকৃষ্ণকীর্তন।
-
এটি একটি গীতি-আলেখ্য, যার মূল বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রণয়লীলা।
-
কাব্যগ্রন্থটি মোট ১৩ খণ্ডে ৪১৮ পদে বিন্যস্ত।
-
এর প্রথম খণ্ডের নাম জন্ম খণ্ড এবং শেষ খণ্ডের নাম বিরহ খণ্ড।
-
শ্রীকৃষ্ণকীর্তনের মূল কাহিনী ভাগবত থেকে সংগৃহীত হলেও এর ওপর পুরাণসমূহ এবং জয়দেবের গীতগোবিন্দ গ্রন্থের সুস্পষ্ট প্রভাব রয়েছে।
শ্রীকৃষ্ণকীর্তনের ১৩ খণ্ড হলো—
-
জন্ম খণ্ড
-
তাম্বুল খণ্ড
-
দান খণ্ড
-
নৌকা খণ্ড
-
ভার খণ্ড
-
ছত্র খণ্ড
-
বৃন্দাবন খণ্ড
-
কালিয়দমন খণ্ড
-
যমুনা খণ্ড
-
হার খণ্ড
-
বাণ খণ্ড
-
বংশী খণ্ড
-
বিরহ খণ্ড
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি'- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
Created: 2 months ago
A
পূরবী
B
শেষলেখা
C
আকাশ প্রদীপ
D
সেজূঁতি
'শেষলেখা' কাব্যগ্রন্থ
- 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' কবিতাটি রবীন্দ্রনাথের 'শেষ লেখা'(১৯৪১) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- 'শেষলেখা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ।
- কাব্যগ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
- এ গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ নিজে করে যেতে পারেননি।
- অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা।
কবিতার অংশবিশেষ:
"তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।"
-----------------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘কবি-কাহিনী’ (প্রকাশ:১৮৭৮)।
- আট বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখা শুরু করেন।
- প্রথম প্রকাশিত কবিতা - হিন্দুমেলার উপহার।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক - বাল্মীকি প্রতিভা।
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম- ভিখারিনী।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 4 months ago
A
ঝরা পালক
B
বেলা অবেলা কালবেলা
C
বাংলার রূপ
D
মহাপৃথিবী
জীবনানন্দ দাশ
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁর মাতা কুসুমকুমারী দাশ ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’ কবিতার জন্য আজও সমাদৃত, যা শিশুদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।
জীবনানন্দ দাশ ১৯৫৫ সালে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং পরে, ২২ অক্টোবর, মৃত্যুবরণ করেন। তিনি ‘ব্রহ্মবাদী’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক।
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
ঝরা পালক
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা (মরণোত্তর প্রকাশিত)
-
রূপসী বাংলা (মরণোত্তর প্রকাশিত)
উল্লেখযোগ্য তথ্য:
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ বাংলার রূপ নয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর.

0
Updated: 4 months ago
'ইউসুফ-জুলেখা' কাব্যের উৎস হচ্ছে-
Created: 5 days ago
A
ইরানের রুপকথা
B
আরবদেশের রুপকথা
C
আল কোরআনের সুরা ইউসুফ
D
কবির কাল্পনিক আখ্যান
ইউসুফ-জোলেখা কাহিনি ইসলামি ও খ্রিষ্টান ধর্মীয় সাহিত্যের একটি বহুল প্রচলিত গল্প, যা উভয় ধর্মগ্রন্থেই বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এই কাহিনিতে ইউসুফের পবিত্রতা ও জোলেখার প্রেম-আবেগের দ্বন্দ্বের মাধ্যমে নৈতিকতা, আত্মসংযম ও মানবিক গুণের প্রকাশ ঘটে।
-
এই গল্পটি বাইবেল ও কোরান— উভয় ধর্মগ্রন্থেই উল্লেখ আছে।
-
ইরানের কবি ফেরদৌসি তাঁর কাব্যে ‘ইউসুফ ও জোলেখা’-র কাহিনি কাব্যিক আঙ্গিকে রূপায়িত করেছেন।
-
বাংলা কবি সগীর বাইবেল না পড়ে কোরান ও ফেরদৌসির কাব্য থেকে কাহিনিসূত্র গ্রহণ করেন।
-
তিনি ইউসুফ ও জোলেখার প্রেমকাহিনিকে বাংলা আখ্যানকবিতার রূপে উপস্থাপন করেন, যেখানে ধর্মীয় ভাব, মানবপ্রেম ও নৈতিক শিক্ষা একত্রে প্রতিফলিত হয়েছে।
-
তাঁর রচনায় ইসলামী সাহিত্যধারার প্রভাব স্পষ্ট, তবে ভাষা ও প্রকাশভঙ্গিতে রয়েছে বাংলা কাব্যের নিজস্ব সুর।

0
Updated: 5 days ago