পরপর কতটি সাধারণ নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে?
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
উত্তরের বিবরণ
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, পরপর দুটি সাধারণ নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিল হতে পারে।
• রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল
-
২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনী আইন সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়।
-
নিবন্ধন সংক্রান্ত অযোগ্যতার বিষয়সমূহও আইনে নির্ধারিত হয়েছে, যার মধ্যে রয়েছে:
-
দলের গঠনতন্ত্রের উদ্দেশ্যাবলি বাংলাদেশ সংবিধানের জাতীয় উদ্দেশ্যাবলির সাথে সংঘাতপূর্ণ হবে না।
-
দলীয় গঠনতন্ত্রে ধর্ম, জাতি, গোত্র, ভাষা অথবা লিঙ্গ বিষয়ক কোনো অসমতা থাকবে না।
-
কোনো রাজনৈতিক দল অন্য কোনো নিবন্ধিত দলের নাম ব্যবহার করতে পারবে না।
-
সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কোনো দলকে নিবন্ধিত করা যাবে না।
-
• নিবন্ধন বাতিলের কারণসমূহ
-
কোনো নামে অভিহিত রাজনৈতিক দল ওই দলকে বিলোপ করে এ সংক্রান্ত লিখিত সিদ্ধান্ত দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরসহ কমিশনে পেশ করলে। (সমপর্যায়ের কোনো নেতার স্বাক্ষরও গ্রহণযোগ্য)
-
সরকার সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ ঘোষণা করলে।
-
কয়েক বছর পর্যন্ত দলটি নির্দিষ্ট আইন ও বিধি অনুযায়ী তথ্য প্রদানে ব্যর্থ হলে।
-
পরপর দুই নির্বাচনে দলটি অংশগ্রহণে ব্যর্থ হলে।
-
গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, কোনো দল যদি পরপর তিন বছর তথ্য সরবরাহে ব্যর্থ হয়, তবে তার নিবন্ধন বাতিল হবে।
সূত্র:
-
নির্বাচন কমিশন ওয়েবসাইট
-
BBC রিপোর্ট

0
Updated: 2 months ago
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে কত দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে?
Created: 1 month ago
A
১ দফা
B
৬ দফা
C
১১ দফা
D
২১ দফা
বাংলাদেশ বিষয়াবলি
গণভোট ও নির্বাচন
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
যুক্তফ্রন্ট
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ১৪ নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত আওয়ামী লীগের ঐতিহাসিক কাউন্সিল সম্মেলনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
-
পরবর্তীতে মাওলানা আতাহার আলীর নেজামে ইসলাম ও হাজী মোহাম্মদ দানেশের গণতন্ত্রী দল যুক্তফ্রন্টে যোগ দেয়।
-
যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।
-
তারা ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, যার প্রণয়নে আবুল মনসুর আহমেদ মুখ্য ভূমিকা পালন করেন।
-
নির্বাচনে মোট আসন ছিল ৩০৯টি।
-
যুক্তফ্রন্ট ২২৩টি আসনে জয়লাভ করে।
-
নির্বাচনের ফলে গঠিত যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
তথ্যসূত্র: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খণ্ড) এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম-দশম শ্রেণি)

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
Created: 2 months ago
A
১৯৮৫ সালে
B
১৯৯০ সালে
C
২০০০ সালে
D
১৯৮০ সালে
উপজেলা পরিষদ নির্বাচন:
- ১৯৮৫ সালে বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই সময় ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ১৯৯০ সালে দ্বিতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- তখন ৪৬০টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ২০০৯ সালে তৃতীয়বারের মতো উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- তখন বছর ৪৭৫টি উপজেলায় এই নির্বাচন হয়।
- ২০১৪ সালে চতুর্থবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হয়।
- পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০২৯ সালে।
- ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০২৪ সালে।

0
Updated: 2 months ago
বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
Created: 2 months ago
A
৭ মার্চ ১৯৭৩
B
১৭ মার্চ ১৯৭৩
C
২৭ মার্চ ১৯৭৩
D
৭ মার্চ ১৯৭৪
স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন
তারিখ: ৭ মার্চ ১৯৭৩।
উদ্দেশ্য: স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গণপরিষদের অবসান: বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর গণপরিষদ ভেঙ্গে দেয়া হয়।
প্রধান প্রতিদ্বন্দ্বী দল: আওয়ামী লীগ ও অন্যান্য ১৪টি দল।
প্রার্থীর সংখ্যা:মোট প্রার্থী: ১,২০৯ জন।
দলীয় প্রার্থী: ১,০৮৯ জন।
স্বতন্ত্র প্রার্থী: ১২০ জন।
নারী প্রার্থী: ১৫ জন।
নির্বাচনী ফলাফল:
আওয়ামী লীগ: ৩০৮টি আসন (সংরক্ষিত মহিলা আসনসহ)।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ): ১টি আসন।
বাংলাদেশ জাতীয় লীগ: ১টি আসন।
স্বতন্ত্র প্রার্থী: ৫টি আসন।
জাতীয় সংসদ আসন সংখ্যা (মহিলা সংরক্ষিত আসনসহ): ৩১৫টি।
উল্লেখ্য,
১৯৭৩ সালের মে মাসে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ দুটি আসন হারায়। তবে সেই সময় জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ১৫টি আসনের সবগুলোই লাভ করে আওয়ামী লীগ। এর ফলে সংসদে মোট ৩১৫টি আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের আসনসংখ্যা ছিল ৩০৬।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, প্রথম আলো।

0
Updated: 2 months ago