A
৬০ দিন
B
৩০ দিন
C
৪৫ দিন
D
৯০ দিন
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান – ৭২ নং অনুচ্ছেদ
-
যে কোনো সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাষ্ট্রপতির কর্তব্য হলো ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান করা।
-
অর্থাৎ, নির্বাচনের ফলাফল প্রকাশিত হবার পর থেকে এক মাসের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু করতে হবে।
-
সংসদ ভাঙ্গার ক্ষেত্রে তার মেয়াদ পাঁচ বছর, কিন্তু যুদ্ধের সময় এটি এক বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।
-
নির্বাচনের পর যদি ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান না করা হয়, তবে সংবিধান লঙ্ঘিত হবে এবং এটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য সমস্যা সৃষ্টি করবে।
-
তাই নির্বাচনের পর ত্রিশ দিনের মধ্যে সংসদ আহ্বান করা একটি বাধ্যতামূলক সাংবিধানিক দায়িত্ব।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় কবে?
Created: 2 weeks ago
A
১৯৭২ সালের ১০ মার্চ
B
১৯৭২ সালের ৭ মার্চ
C
১৯৭৩ সালের ১৭ মার্চ
D
১৯৭৩ সালের ৭ মার্চ
প্রথম জাতীয় সংসদ নির্বাচন
-
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয়।
-
এই নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণ করা হয় এবং ১৫টি সংরক্ষিত মহিলা আসন ছিল।
-
বিজয়ী দল এই নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৩টি আসনে জয়লাভ করে।
-
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি এম ইদ্রিস, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অভিষিক্ত হন।
সূত্র:
-
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?
Created: 2 weeks ago
A
৩০০টি
B
৩৩০টি
C
৩৪৫টি
D
৩৫০টি
বাংলাদেশ জাতীয় সংসদ
-
বাংলাদেশের জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০।
-
প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে প্রতি আসন থেকে একজন করে সাংসদ নির্বাচিত হন।
-
সাধারণত, প্রতি ৫ বছর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
৩ জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়।
-
বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন পরিষদকে বাংলায় ‘জাতীয় সংসদ’ এবং ইংরেজিতে ‘House of the Nation’ বলা হয়েছে।
সূত্র: জাতীয় সংসদ ও বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
Created: 6 days ago
A
এক কক্ষ
B
দুই বা দ্বিকক্ষ
C
তিন কক্ষ
D
বহুকক্ষ বিশিষ্ট
বাংলাদেশের জাতীয় সংসদ
-
বাংলাদেশের আইনসভাকে জাতীয় সংসদ (House of the Nation) বলা হয়।
-
এটি এককক্ষবিশিষ্ট প্রতিষ্ঠান।
-
সংসদে মোট ৩৫০ জন সদস্য থাকেন।
-
এর মধ্যে ৩০০ আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ রাজধানীতে অবস্থিত।
-
সংসদ অধিবেশন রাষ্ট্রপতি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে আহ্বান করেন।
সূত্র: উচ্চ মাধ্যমিক “পৌরনীতি ও সুশাসন”, প্রফেসর মোজাম্মেল হক; জাতীয় সংসদ সচিবালয়।

0
Updated: 6 days ago