সংবিধান অনুযায়ী 'আমার সোনার বাংলা'র কত চরণ জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত?
A
প্রথম ৪ চরণ
B
প্রথম ৮ চরণ
C
প্রথম ১০ চরণ
D
সম্পূর্ণটি
উত্তরের বিবরণ
সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
-
সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
-
সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।
অনুচ্ছেদ ০৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
-
প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত: "আমার সোনার বাংলা" এর প্রথম দশ চরণ।
-
প্রজাতন্ত্রের জাতীয় পতাকা: সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।
-
প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক:
-
উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত,
-
পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা,
-
শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র,
-
উভয় পার্শ্বে দুইটি করে তারকা।
-
-
উপরোক্ত দফাসমূহ-সাপেক্ষে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কিত বিধানাবলী আইনের দ্বারা নির্ধারিত হবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয় কবে?
Created: 6 days ago
A
৪ নভেম্বর, ১৯৭২
B
১৬ ডিসেম্বর, ১৯৭২
C
১২ অক্টবর, ১৯৭২
D
১৮ জুলাই, ১৯৭২
বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনের মূলভিত্তি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল। এটি দেশের জনগণের সার্বভৌম ক্ষমতা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণ করে।
মূল তথ্যসমূহ:
-
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ১২ অক্টোবর।
-
এটি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
-
সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর (বিজয় দিবসে) কার্যকর করা হয়, যা বাংলাদেশের রাষ্ট্রীয় শাসনব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা নির্দেশ করে।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
সংবিধানটি ১১টি ভাগ বা অধ্যায়ে বিভক্ত।
-
এতে রয়েছে ৭টি তফসিল।
-
সংবিধানের মূলনীতি ৪টি—যেগুলো রাষ্ট্রের আদর্শ ও দিকনির্দেশনা নির্ধারণ করে।
-
সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা রয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষা ও রাষ্ট্রের উদ্দেশ্য প্রকাশ করে।

0
Updated: 6 days ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটক বিষয়ে নাগরিকের রক্ষাকবচ উল্লেখ রয়েছে?
Created: 6 days ago
A
৩৫ নং অনুচ্ছেদ
B
৩৪ নং অনুচ্ছেদ
C
৩৩ নং অনুচ্ছেদ
D
৩২ নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে গ্রেপ্তার ও আটক সংক্রান্ত রক্ষাকবচ সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার বা আটক করা না যায়। এই বিধান অনুচ্ছেদ ৩৩-এ বর্ণিত হয়েছে, যা ব্যক্তি-স্বাধীনতা ও আইনি সুরক্ষার অন্যতম ভিত্তি।
মূল তথ্যসমূহ:
-
অনুচ্ছেদ ৩৩: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
-
(১) কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর যথাসম্ভব দ্রুত গ্রেপ্তারের কারণ জানানো ছাড়া প্রহরায় আটক রাখা যাবে না।
-
গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তাঁর মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ করার এবং তাঁর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
-
(২) গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা আবশ্যক (গ্রেপ্তারের স্থান থেকে আদালতে পৌঁছানোর প্রয়োজনীয় সময় ব্যতীত)।
-
ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে ২৪ ঘণ্টার বেশি প্রহরায় আটক রাখা যাবে না।
-
(৩) এই রক্ষাকবচ প্রযোজ্য নয়—
-
(ক) যে ব্যক্তি বর্তমানে বিদেশী শত্রু, অথবা
-
(খ) যিনি নিবর্তনমূলক আটক সংক্রান্ত আইনের অধীনে গ্রেপ্তার বা আটক হয়েছেন।
-
-
সংবিধানের সংশ্লিষ্ট অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার রক্ষণ।
-
অনুচ্ছেদ ৩৪: জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ।
-
অনুচ্ছেদ ৩৫: বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ।

0
Updated: 6 days ago
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কত তারিখ?
Created: 3 weeks ago
A
১৭ এপ্রিল, ১৯৭২
B
১২ অক্টোবর, ১৯৭২
C
৪ নভেম্বর, ১৯৭২
D
১৪ ডিসেম্বর, ১৯৭২
বাংলাদেশের সংবিধান প্রণয়ন ও গৃহীত হওয়ার প্রক্রিয়া ১৯৭২ সালে সম্পন্ন হয়। সংবিধান প্রণয়ন থেকে কার্যকর হওয়া পর্যন্ত ধারাবাহিক ঘটনাগুলো নিম্নরূপ:
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ১১ এপ্রিল, ১৯৭২ সালে।
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল, ১৯৭২ সালে।
-
কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন ১১ অক্টোবর, ১৯৭২ সালে।
-
খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২ সালে।
-
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২ সালে।
-
সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয় ১৪ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন ১৪ ও ১৫ ডিসেম্বর, ১৯৭২ সালে।
-
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।

0
Updated: 3 weeks ago