A
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
B
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
C
লোহাকে টেম্পারিং করা হয়েছে
D
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
উত্তরের বিবরণ
- সাধারণ লোহার সাথে সুনিয়ন্ত্রিত উপায়ে কার্বন মিশিয়ে ইস্পাত তৈরী করা হয়, তাই এটি সাধারণ লোহা থেকে ভিন্ন।
- ইস্পাত লোহা ও কার্বনের একটি সংকর ধাতু যার মধ্যে মোট ওজনের ০.২% থেকে ২.১% কার্বন থাকে।
- এছাড়াও ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এবং ট্যাংস্টেন লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরী করা যায়।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago