বেসরকারি বিল কে উত্থাপন করতে পারে?
A
মন্ত্রী
B
সাধারণ সংসদ সদস্য
C
রাষ্ট্রপতি
D
প্রধান বিচারপতি
উত্তরের বিবরণ
বেসরকারি বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয়।
• বিল
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
বিলের দুই প্রকার:
-
সরকারি বিল
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের নোটিশ প্রয়োজন।
-
যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় তাকে সরকারি বিল বলা হয়।
-
-
বেসরকারি বিল
-
যে বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয় তাকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-
-
সূত্র:
-
পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
-
সংসদ সচিবালয় ওয়েবসাইট

0
Updated: 2 months ago
নিম্নের কোনটি সুশীল সমাজের কাজ হিসেবে পরিচিত?
Created: 3 weeks ago
A
রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা
B
সরকারের গঠনমূলক সমালোচনা করা
C
নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা
D
বিতর্ক সৃষ্টি করা
সুশীল সমাজ হলো এমন একটি গোষ্ঠী, যা সমাজের উন্নয়ন, মানবাধিকার এবং সরকারের দায়িত্বশীলতা নিশ্চিতকরণে সক্রিয় ভূমিকা রাখে।
-
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী: সুশীল সমাজ সরকারের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে।
-
সমাজ উন্নয়ন: মানব পুঁজি গঠন, সমাজসেবা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
-
সরকারি জবাবদিহিতা ও স্বচ্ছতা: সরকারের দায়িত্বশীলতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সচেষ্ট।
-
গঠনমূলক সমালোচনা: সরকারকে সমালোচনা করে এবং তার বক্তব্য বা সুপারিশ উপেক্ষা করা যায় না।
-
সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবাধিকার: সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করা এবং মানবাধিকার রক্ষায় সোচ্চার থাকা।
-
রাজনৈতিক পক্ষপাত: সরকার বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শ প্রচার করা সুশীল সমাজের কাজ নয়।

0
Updated: 3 weeks ago
সরাসরি সরকার গঠন করতে চায় না, বরং সরকারের নীতি প্রভাবিত করতে চায় -
Created: 2 months ago
A
রাজনৈতিক দল
B
চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
C
নির্বাচন কমিশন
D
উচ্চ আদালত
চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Pressure group):
-
সংজ্ঞা: চাপসৃষ্টিকারী গোষ্ঠী সরকার গঠন করে না, বরং সরকারি নীতিতে প্রভাব ফেলে।
-
উদ্দেশ্য: তাদের স্বার্থগত ইস্যুগুলোতে সরকারের সিদ্ধান্ত প্রভাবিত করা।
-
কার্যপদ্ধতি:
-
সদস্যরা সমজাতীয় মনোভাব পোষণ করে।
-
বিভিন্ন চাপ প্রয়োগ ও কৌশল অবলম্বন করে দাবী আদায় করে।
-
দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহেও প্রভাব বিস্তার করে।
-
বৈশিষ্ট্য:
-
দলীয় সংগঠনবিহীন: কোন রাজনৈতিক দল বা দলীয় কাঠামো নেই।
-
দলীয় কর্মসূচিবিহীন: কোন নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নেই।
-
নির্বাচনে প্রার্থী না দেওয়া: নির্বাচনে প্রার্থী দেয় না, সরাসরি প্রচারণা চালায় না।
-
সরকারি নীতিকে প্রভাবিত করা: গোষ্ঠীর সদস্যরা সরকারের পদে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করে না; বরং নীতিকে নিজেদের স্বার্থের জন্য প্রভাবিত করে।
-
সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত নয়: রাজনৈতিক পদে অংশ নেয় না।
-
সমজাতীয় মনোভাব: সদস্যদের মনোভাব সাধারণত একরূপ।
-
বেসরকারি সংগঠন: সদস্যরা বেসরকারি ব্যক্তিবর্গের সমষ্টি।
সূত্র:
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক; রাজনৈতিক সংগঠন, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
ভাষা শহিদ আবুল বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রবিজ্ঞান
B
বাংলা
C
অর্থনীতি
D
ইতিহাস
শহীদ আবুল বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম.এ. ক্লাসের ছাত্র।
-
তিনি ১৯২৭ সালের ১৩ জুন (মতান্তরে ১৬ জুন) মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বাবলা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
ভারত বিভাগের পর ১৯৪৮ সালে ঢাকায় আসেন।
-
১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করেন এবং এম.এ. শেষ পর্বে ভর্তি হন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকা মেডিক্যাল কলেজ হোস্টেল প্রাঙ্গণে বিক্ষোভরত ছাত্র-জনতার উপর পুলিশের গুলিবর্ষণে তিনি গুলিবিদ্ধ হন।
-
এই ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন এবং ভাষা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ শহীদ হিসেবে স্মরণীয় হয়ে থাকেন।
সূত্র:

0
Updated: 1 month ago