A
রোম
B
ইস্তাম্বুল
C
লিসবন
D
ভিয়েনা
উত্তরের বিবরণ
রোমের ভৌগলিক উপনাম
-
রাজধানী: রোম, ইতালি
-
উপনাম: “সাত পাহাড়ের শহর”
-
কারণ: প্রাচীন রোম শহরটি গঠিত হয়েছিল সাতটি ছোট পাহাড় বা টিলার উপর
-
সাতটি পাহাড়:
-
Aventine Hill
-
Caelian Hill
-
Capitoline Hill
-
Esquiline Hill
-
Palatine Hill
-
Quirinal Hill
-
Viminal Hill
-
উৎস: ঐতিহাসিক ও ভৌগলিক তথ্য

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
হিজবুল্লাহ
B
গডস আর্মি
C
এলটিটিই
D
এমএনএলএফ
গডস আর্মি (God’s Army)
-
মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-
এটি কারেন ন্যাশনাল ইউনিয়নের (Karen National Union) একটি বিচ্ছিন্ন দল।
-
নেতৃত্ব দেয় যমজ ভাই জনি ও লুথার হটু।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, প্রতিষ্ঠাতা সাউ তুই তুই।
অন্য দেশের গেরিলা সংগঠন:
-
শ্রীলঙ্কা: LTTE
-
লেবানন: হিজবুল্লাহ
-
ফিলিপাইন: MNLF
উৎস: Federation of American Scientists

0
Updated: 2 weeks ago
D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 2 weeks ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 2 weeks ago