A
পক প্রণালী
B
মালাক্কা প্রণালী
C
দার্দানেলিস প্রণালী
D
বেরিং প্রণালী
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
মার্টিন লুথার কিং নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কবে?
Created: 2 weeks ago
A
১৯৬৫ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৬৪ সালে
মার্টিন লুথার কিং জুনিয়র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
-
জন্ম: ১৫ জানুয়ারি, ১৯২৯ – জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
-
বিখ্যাত ভাষণ: “I Have a Dream” (২৮ আগস্ট, ১৯৬৩)।
-
তিনি স্বপ্ন দেখেছিলেন বর্ণবাদমুক্ত, সমঅধিকার ভিত্তিক যুক্তরাষ্ট্রের।
-
-
পুরস্কার: ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার।
-
মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮ – মেমফিস, যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)।

0
Updated: 2 weeks ago
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
Created: 3 days ago
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
লোহা বা আয়রন (Fe)
No subjects available.
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 3 days ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 2 weeks ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago