A
রাজতন্ত্র
B
ফ্যাসিবাদ
C
কমিউনিজম
D
সমাজতন্ত্র
উত্তরের বিবরণ
বেনিতো মুসোলিনী (Benito Mussolini)
-
পূর্ণ নাম: Benito Amilcare Andrea Mussolini
-
জন্মস্থান: ইতালি
-
রাজনৈতিক পরিচয়: ফ্যাসিবাদ নেতা
-
রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) – একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী
-
প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টি, ১৯১৯
-
ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী, ১৯২২–১৯৪৩
-
শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
-
মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে
-
আন্তর্জাতিক জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা
-
যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) – ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন
-
পতন: ১৯৪৩, মিত্রবাহিনীর আক্রমণের মুখে সরকার পতন
-
মৃত্যু: ২৮ এপ্রিল ১৯৪৫, ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে, প্রেমিকা ক্লারেতার সাথে
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোন কাজটি ওপেক পরিচালনা করে?
Created: 2 weeks ago
A
বিশ্বে গমের দামের নিয়ন্ত্রণ
B
তেল উৎপাদনের সমন্বয় ও স্থিতিশীলতা বজায় রাখা
C
পরমাণু শক্তি বিস্তার
D
বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থাপনা
ওপেক (OPEC)
-
পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries
-
প্রকার: তেল রপ্তানিকারক দেশগুলোর জোট
-
প্রতিষ্ঠা: সেপ্টেম্বর, ১৯৬০, বাগদাদ, ইরাক (বাগদাদ কনফারেন্সের মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
প্রথম সদরদপ্তর: প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ড, জেনেভা
-
প্রাথমিক সদস্য দেশ: ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা
-
বর্তমান সদস্য সংখ্যা: ১২টি [আগস্ট, ২০২৫]
-
প্রস্তাবক: ভেনেজুয়েলা
মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল রাখা
-
সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা
-
বিশ্বজুড়ে তেলের নিরাপদ ও নিয়মিত সরবরাহ নিশ্চিত করা
উল্লেখ্য:
-
কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল
-
ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত, জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয়, পরে নভেম্বরে আবার স্থগিত
উৎস: OPEC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে HFCs এর উৎপাদন এবং ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়?
Created: 3 days ago
A
লন্ডন সংশোধনী
B
কোপেনহেগেন সংশোধনী
C
কিগালি সংশোধনী
D
বেইজিং সংশোধনী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মনট্রিল প্রটোকল
সাম্রাজ্যের পতন
No subjects available.
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol)
-
পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer
-
সংজ্ঞা: মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের (ODS – Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার বন্ধ করা।
-
প্রধান আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯
-
চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা
-
চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি
-
চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি
সংশোধনীসমূহ (Amendments)
-
London Amendment – 1990
-
Copenhagen Amendment – 1992
-
Vienna Amendment – 1995
-
Montreal Amendment – 1997
-
Beijing Amendment – 1999
-
Kigali Amendment – 2016
কিগালি সংশোধনী (Kigali Amendment)
-
গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯
-
স্থান: কিগালি, রুয়ান্ডা
-
লক্ষ্য:
-
হাইড্রোফ্লুরোকার্বন (HFCs) এর ব্যবহার ধাপে ধাপে হ্রাস করা
-
বৈশ্বিক উষ্ণায়ন কমানো
-
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া
-
-
ফলাফল: আগামী ৩০ বছরের মধ্যে দেশগুলো HFCs-এর উৎপাদন ও ব্যবহার প্রায় ৮০%–৮৫% পর্যন্ত কমিয়ে আনবে।
উৎস:
i) UNEP (United Nations Environment Programme)
ii) Ozone Secretariat

0
Updated: 3 days ago
যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন সিরিজ কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
লস এঞ্জেলেস ক্লাস
B
ভার্জিনিয়া ক্লাস
C
সিওউল্ফ ক্লাস
D
ওহাইও ক্লাস
আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন (US Fast Attack Submarines)
-
ধরন ও ক্লাস:
১. ভার্জিনিয়া-ক্লাস (Virginia-class) – সবচেয়ে আধুনিক
২. সিওউল্ফ-ক্লাস (Seawolf-class)
৩. লস অ্যাঞ্জেলেস-ক্লাস (Los Angeles-class / 688-class) -
ভার্জিনিয়া-ক্লাসের বৈশিষ্ট্য:
-
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম
-
বিশেষ অভিযান এবং ডুবুরি অপারেশনের জন্য সুবিধা (Lock-in/Lock-out chamber)
-
বর্তমানে ২৪টি সক্রিয় ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন
-
-
কিছু উদাহরণ:
-
USS Hawaii
-
USS North Carolina
-
USS Missouri
-
উৎস: প্রথম আলো

0
Updated: 2 weeks ago