মুসোলিনী
A
ভারত
B
চীন
C
নেপাল
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প
-
নদী: ইয়ারলুং জাংবো (তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত)
-
ভারত ও বাংলাদেশে পরিচিত ব্রহ্মপুত্র নদ নামে
-
-
উদ্যোগকারী দেশ: চীন
-
প্রকল্প: বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
-
উদ্বোধন: ১৯ জুলাই, তিব্বতের মধ্য দিয়ে নদী প্রবাহের উপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন
-
পরিকল্পনা: পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ
-
মোট ব্যয়: প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (~১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)
উৎস: প্রতিবেদনের তথ্য (২০২৫)

0
Updated: 2 months ago
Bretton Woods Conference-এর উদ্যোক্তা কে ছিলেন?
Created: 1 week ago
A
হ্যারি ডেক্সটার হোয়াইট
B
ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
C
জন মেনার্ড কেইনস
D
ক ও গ
Bretton Woods Conference অনুষ্ঠিত হয় ১–২২ জুলাই ১৯৪৪, নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্রে, যা বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে পরিচিত।
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি দেশ
-
প্রধান উদ্যোক্তা: হ্যারি ডেক্সটার হোয়াইট (যুক্তরাষ্ট্র) ও জন মেনার্ড কেইনস (ব্রিটেন), যাদেরকে World Bank ও IMF-এর Founding Fathers বলা হয়
-
সম্মেলনের সিদ্ধান্ত: দুটি প্রতিষ্ঠান সৃষ্টি—IMF এবং World Bank (পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক)
প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা:
-
সময়কাল: ১৯১৮–১৯৩৯, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে, যা ওয়ার পিরিয়ড নামে পরিচিত
-
বৈশ্বিক অর্থনৈতিক সমস্যা: উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভে ওঠাপড়া, স্বর্ণের সংকট, মুদ্রার মান হ্রাস ইত্যাদি
-
সমাধান: একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠন
-
IMF-এর প্রতিষ্ঠাতারা স্বর্ণ বিনিময়কে আদর্শ মাপকাঠি হিসেবে গ্রহণ করেন, যা Gold Exchange Standard নামে পরিচিত

0
Updated: 1 week ago
ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র কয়টি?
Created: 2 months ago
A
৬টি
B
১৫টি
C
২২টি
D
১২টি
European Union (EU)
-
প্রতিষ্ঠা ও সদর দপ্তর:
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বর, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
-
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৬টি (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস)
-
বর্তমান সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ যোগ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
মুদ্রা ও অর্থনীতি:
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোর প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 2 months ago
'শাংরি-লা ডায়ালগ ২০২৫' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Created: 3 weeks ago
A
চীন
B
সিঙ্গাপুর
C
মালয়েশিয়া
D
ইন্দোনেশিয়া
শাংরি-লা ডায়ালগ ২০২৫ (Shangri-La Dialogue 2025) হলো এশিয়ার শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্মেলন, যা সিঙ্গাপুরে শাংরি-লা হোটেল-এ ৩০ মে - ১ জুন, ২০২৫ অনুষ্ঠিত হয়। এটি শাংরি-লা ডায়ালগের ২২তম আসর এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (IISS) দ্বারা আয়োজিত।
-
অংশগ্রহণকারী দেশ ও প্রতিনিধি:
-
৪৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
-
এর মধ্যে ৪০টি দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ২০টি দেশের সেনাপ্রধান, এবং ২০টিরও বেশি উচ্চপদস্থ প্রতিরক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন
-
-
আলোচ্য বিষয়:
-
আঞ্চলিক সহযোগিতা
-
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি
-
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
-
সাম্প্রতিক মার্কিন শুল্ক নীতির প্রভাব
-
উৎস:

0
Updated: 3 weeks ago