A
অস্ট্রেলিয়া
B
অস্ট্রেলিয়া
C
মিশর
D
ফিনল্যান্ড
উত্তরের বিবরণ
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
-
নিশীথ সূর্যের দেশ: নরওয়ে
-
সূর্যোদয়ের দেশ: জাপান
-
নিষিদ্ধ দেশ: তিব্বত
-
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড
-
নীল নদের দেশ: মিশর
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
পিরামিডের দেশ: মিশর
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 2 weeks ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 2 weeks ago
যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন সিরিজ কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
লস এঞ্জেলেস ক্লাস
B
ভার্জিনিয়া ক্লাস
C
সিওউল্ফ ক্লাস
D
ওহাইও ক্লাস
আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন (US Fast Attack Submarines)
-
ধরন ও ক্লাস:
১. ভার্জিনিয়া-ক্লাস (Virginia-class) – সবচেয়ে আধুনিক
২. সিওউল্ফ-ক্লাস (Seawolf-class)
৩. লস অ্যাঞ্জেলেস-ক্লাস (Los Angeles-class / 688-class) -
ভার্জিনিয়া-ক্লাসের বৈশিষ্ট্য:
-
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম
-
বিশেষ অভিযান এবং ডুবুরি অপারেশনের জন্য সুবিধা (Lock-in/Lock-out chamber)
-
বর্তমানে ২৪টি সক্রিয় ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন
-
-
কিছু উদাহরণ:
-
USS Hawaii
-
USS North Carolina
-
USS Missouri
-
উৎস: প্রথম আলো

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি মিয়ানমারের একটি গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
হিজবুল্লাহ
B
গডস আর্মি
C
এলটিটিই
D
এমএনএলএফ
গডস আর্মি (God’s Army)
-
মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-
এটি কারেন ন্যাশনাল ইউনিয়নের (Karen National Union) একটি বিচ্ছিন্ন দল।
-
নেতৃত্ব দেয় যমজ ভাই জনি ও লুথার হটু।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, প্রতিষ্ঠাতা সাউ তুই তুই।
অন্য দেশের গেরিলা সংগঠন:
-
শ্রীলঙ্কা: LTTE
-
লেবানন: হিজবুল্লাহ
-
ফিলিপাইন: MNLF
উৎস: Federation of American Scientists

0
Updated: 2 weeks ago