A
ইরি - ৮
B
ইরি - ১
C
ইরি - ২০
D
ইরি - ৩
উত্তরের বিবরণ
বাংলাদেশে ধান চাষের ইতিহাস বহু প্রাচীন হলেও উফশী জাতের ধান প্রথম চালু হয় ১৯৬৭ সালে, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) উদ্ভাবিত 'ইরি-৮' জাতের মাধ্যমে। পরে ১৯৭০ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI) প্রতিষ্ঠার পর থেকে ‘ইরি’ জাতের পরিবর্তে ‘ব্রি’ ধানের প্রচলন শুরু হয়। বর্তমানে দেশের আনুমানিক ৮০ শতাংশ কৃষি জমিতে ব্রি ধানের চাষ হচ্ছে।
উৎস: IRRI ও BRRI ওয়েবসাইট।

0
Updated: 2 months ago