A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
উত্তরের বিবরণ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ

0
Updated: 2 weeks ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো-
Created: 2 weeks ago
A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 2 weeks ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 3 days ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
No subjects available.
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 3 days ago
স্কাউট আন্দোলনের সূচনা হয় কোন দেশে?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জার্মানি
স্কাউট আন্দোলন (Scout Movement)
-
প্রকৃতি:
-
বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের সামাজিক আন্দোলন
-
-
প্রতিষ্ঠা ও সূচনা:
-
সাল: ১৯০৭
-
দেশ: যুক্তরাজ্য
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম পরীক্ষামূলক স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড, ১৯০৭
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
-
-
গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯০৮: "Scouting for Boys" বই প্রকাশ, আন্দোলনের বিস্তার শুরু
-
১৯১০: Girl Guides প্রতিষ্ঠা (নারীদের জন্য)
-
১৯২০: প্রথম World Scout Jamboree (লন্ডন)
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠন
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত
-
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago