হাজার হ্রদের দেশ-
A
অস্ট্রেলিয়া
B
অস্ট্রেলিয়া
C
মিশর
D
ফিনল্যান্ড
উত্তরের বিবরণ
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
-
নিশীথ সূর্যের দেশ: নরওয়ে
-
সূর্যোদয়ের দেশ: জাপান
-
নিষিদ্ধ দেশ: তিব্বত
-
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড
-
নীল নদের দেশ: মিশর
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
পিরামিডের দেশ: মিশর
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
মরক্কো
B
তুরস্ক
C
কাতার
D
আলজেরিয়া
আরব লীগ (Arab League)
-
প্রকার ও অঞ্চল:
-
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংস্থা
-
লক্ষ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সদস্য দেশগুলোর সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠন: ২২ মার্চ, ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া, উত্তর ইয়েমেন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ২২টি রাষ্ট্র [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উল্লেখ্য: তুরস্ক আরব লীগের সদস্য নয়
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
উৎস: Arab League ওয়েবসাইট

0
Updated: 2 months ago
ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক চুক্তি কোনটি?
Created: 1 month ago
A
মন্ট্রিল প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কিয়োটো প্রটোকল
D
কোনটিই নয়
মন্ট্রিল প্রটোকল হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি, যা পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় রোধে কার্যকর ভূমিকা পালন করে।
-
চুক্তির উদ্দেশ্য: ওজোনস্তর ক্ষয়কারী পদার্থের নির্গমন কমিয়ে ওজোনস্তরকে সুরক্ষিত রাখা
-
গৃহীত হওয়ার তারিখ: ১৬ সেপ্টেম্বর ১৯৮৭, কানাডার মন্ট্রিল শহরে
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ১৯৮৯
-
প্রতি বছর ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়
তথ্যসূত্র:

0
Updated: 1 month ago
'অসলো চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?
Created: 2 weeks ago
A
১৯৭৮ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৯১ সালে
D
১৯৯৩ সালে
অসলো চুক্তি হলো ১৯৯৩ সালে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর হয়।
-
তারিখ: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের তত্বাবধানে
-
স্বাক্ষরকারীরা: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত, ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন
-
ফিলিস্তিনের প্রতিনিধিত্ব: পিএলও পার্টি, যা ইয়াসির আরাফাতের নেতৃত্বে ছিল
-
উদ্দেশ্য: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন

0
Updated: 2 weeks ago