বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ-
A
আরাল হ্রদ
B
সুপিরিয়র হ্রদ
C
কাস্পিয়ান সাগর
D
উর্মিয়া হ্রদ
উত্তরের বিবরণ
কাস্পিয়ান সাগর
-
ধরন: পৃথিবীর বৃহত্তম হ্রদ (লবণাক্ত জল সহ)
-
অবস্থান: ককেশাস পর্বতমালার পূর্বে, মধ্য এশিয়ার বিস্তীর্ণ মাঠের পশ্চিমে
-
সীমান্তবর্তী দেশ: তুর্কমেনিস্তান, ইরান, কাজাখস্তান, আজারবাইজান, রাশিয়া
-
বিশেষত্ব: এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত
অন্যান্য উল্লেখযোগ্য হ্রদ:
-
আরাল সাগর: মধ্য এশিয়ার এক সময়ের বৃহৎ লবণাক্ত হ্রদ
-
উর্মিয়া হ্রদ: মধ্যপ্রাচ্যের বৃহত্তম হ্রদ
-
সুপিরিয়র হ্রদ: উত্তর আমেরিকার সর্ববৃহৎ হ্রদ

0
Updated: 2 months ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 1 month ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 month ago
কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করে?
Created: 3 weeks ago
A
ফিনল্যান্ড
B
যুক্তরাজ্য
C
নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া
নারীদের ভোটাধিকার প্রাপ্তির দেশসমূহ:
-
নিউজিল্যান্ড: ১৮৯৩ সালে নারীরা প্রথমবার ভোটের অধিকার পান। বিশ্বের প্রথম দেশ, যেখানে নারীরা ভোট দিতে সক্ষম হন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পান ১৯১৯ সালে।
-
অস্ট্রেলিয়া: ১৯০২ সালে নারীরা ভোট ও নির্বাচনে অংশগ্রহণের অধিকার লাভ করে। তবে আদিবাসী নারীদের সেই সময় অধিকার দেওয়া হয়নি।
-
ফিনল্যান্ড: ১৯০৬ সালে নারীদের ভোটাধিকার চালু।
-
যুক্তরাজ্য: ১৯১৮ সালে সীমিত ভোটাধিকার (শর্তসাপেক্ষ), ১৯২৮ সালে পূর্ণ ভোটাধিকার।
-
যুক্তরাষ্ট্র: ১৯২০ সালে নারীদের ভোটাধিকার স্বীকৃত।
উল্লেখযোগ্য: নিউজিল্যান্ডে নারীরা বিশ্বের প্রথমবার ভোট দিতে সক্ষম হয়েছিলেন, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ইতিহাসে মাইলফলক।

0
Updated: 2 weeks ago
’মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক’ উক্তিটি কার?
Created: 1 month ago
A
জন লক
B
ইমানুয়েল কান্ট
C
টমাস হবস
D
সক্রেটিস
টমাস হবস ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ দার্শনিক, যিনি আধুনিক রাজনৈতিক দর্শনের ভিত্তি স্থাপন করেছিলেন। তাঁর চিন্তাধারা রাষ্ট্র, সমাজ ও মানব প্রকৃতির বিশ্লেষণে বিশেষভাবে আলোচিত।
-
জন্ম: ৫ এপ্রিল ১৫৮৮, ওয়েস্টপোর্ট, ইংল্যান্ড।
-
মৃত্যু: ৪ ডিসেম্বর ১৬৭৯, লন্ডন, ইংল্যান্ড।
-
তিনি একজন খ্যাতনামা ইংরেজ দার্শনিক, রাজনীতিবিদ এবং তত্ত্ববিদ।
-
আধুনিক রাজনৈতিক দর্শনের পিতৃপুরুষ হিসেবে পরিচিত।
-
তাঁর দর্শন বিশেষ করে রাজ্যতত্ত্ব এবং মানব প্রকৃতি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
তাঁর সর্বাধিক বিখ্যাত গ্রন্থ হলো Leviathan (১৬৫১), যেখানে সামাজিক চুক্তি তত্ত্ব প্রতিষ্ঠা করা হয়।
-
এই গ্রন্থকে আধুনিক রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়।
-
তাঁর বিখ্যাত উক্তি: "মানুষ স্বভাবতই স্বার্থপর ও আত্মকেন্দ্রিক"।
অন্যদিকে, সক্রেটিস তাঁর জ্ঞানমূলক দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।
-
বিখ্যাত উক্তি: "নিজেকে জানো" (Know thyself)
-
বিখ্যাত উক্তি: "জ্ঞানই পূণ্য" (Virtue is knowledge)
উৎস:

0
Updated: 1 month ago