A
ভারত ও নেপাল
B
মঙ্গোলিয়া ও চীন
C
মঙ্গোলিয়া ও রাশিয়া
D
চীন ও পাকিস্তান
উত্তরের বিবরণ
গোবি মরুভূমি
-
অবস্থান: এশিয়া, চীনের উত্তর ও উত্তরপূর্ব এবং মঙ্গোলিয়ার দক্ষিণ অংশ
-
বিশ্বের অবস্থান: পঞ্চম বৃহত্তম মরুভূমি
-
ধরন: প্রধানত পাথুরে ও খরাময়, বালির চেয়ে কঙ্কর ও পাথরের আধিক্য
-
ভূগঠন: সমতল থেকে কিছুটা উঁচু এবং পার্বত্য এলাকা
-
বিশেষত্ব: এশিয়ার বৃহত্তম মরুভূমি
অন্যান্য বিখ্যাত মরুভূমি ও অবস্থান:
-
থর মরুভূমি: ভারত ও পাকিস্তান
-
মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র
-
সাহারা মরুভূমি: আফ্রিকা
-
গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া

0
Updated: 2 weeks ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 2 weeks ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো-
Created: 2 weeks ago
A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 2 weeks ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 2 weeks ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago