যুক্তরাষ্ট্রের গ্রেট লেক (Great Lakes) বলতে বুঝানো হয়-
A
৫টি হ্রদ
B
৪টি হ্রদ
C
৩টি হ্রদ
D
৬টি হ্রদ
উত্তরের বিবরণ
গ্রেট লেকস (Great Lakes)
-
অবস্থান: উত্তর আমেরিকা
-
ধরন: মিঠা পানির হ্রদ
-
সংযোগ: সেন্ট লরেন্স নদীর মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত
-
আয়তন: প্রায় ৯৪,২৫০ বর্গ মাইল (২৪৪,১০৬ বর্গ কিমি)
-
আন্তর্জাতিক বিস্তৃতি: কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র
-
মুখ্য লেকসমূহ (৫টি):
১. সুপিরিয়র (Superior)
২. মিশিগান (Michigan)
৩. হুরন (Huron)
৪. এরি (Erie)
৫. অন্টারিও (Ontario)

0
Updated: 2 months ago
গার্ডিয়া সিভিল কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
Created: 3 weeks ago
A
ফিনল্যান্ড
B
স্পেন
C
রাশিয়া
D
নেপাল
বিভিন্ন দেশের সীমান্তরক্ষী বাহিনী
-
স্পেন: গার্ডিয়া সিভিল
-
গঠন: ১৮৪৪
-
সদর দপ্তর: মাদ্রিদ, স্পেন
-
-
ভারত: BSF (Border Security Force)
-
রাশিয়া: বর্ডার গার্ড সার্ভিস অব রাশিয়া
-
ইতালি: গার্ডিয়া ডি ফিনাজা
-
ফিনল্যান্ড: ফিনিস বর্ডার গার্ড
-
জার্মানি: জার্মান ফেডারেল পুলিশ
-
যুক্তরাষ্ট্র: ইউনাইটেড স্টেট বর্ডার পোর্টাল
-
পাকিস্তান: রেঞ্জার্স
-
মিয়ানমার: বর্ডার গার্ড পুলিশ
-
বাংলাদেশ: বর্ডার গার্ড বাংলাদেশ
সূত্র:

0
Updated: 3 weeks ago
জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল রয়েছে?
Created: 1 month ago
A
৪টি
B
৩টি
C
২টি
D
৫টি
জেনেভা কনভেনশন হলো যুদ্ধের বর্বরতাকে সীমিত করার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণের নীতিমালা নির্ধারণ করে।
-
জেনেভা কনভেনশন চারটি আনুষ্ঠানিক চুক্তি এবং তিনটি অতিরিক্ত প্রটোকল নিয়ে গঠিত।
-
প্রটোকল-১: আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা নিশ্চিত করে।
-
প্রটোকল-২: অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা সম্পর্কিত।
-
প্রটোকল-৩: একটি অতিরিক্ত স্বতন্ত্র প্রতীক, রেড ক্রিস্টাল গ্রহণের সঙ্গে সম্পর্কিত।
উৎস:

0
Updated: 1 month ago
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ফ্রান্স
B
ইতালি
C
সুইজারল্যান্ড
D
বেলজিয়াম
ওয়াটার লু যুদ্ধ ছিল ইউরোপীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংঘাত, যা ১৮১৫ সালে বেলজিয়ামে সংঘটিত হয় এবং নেপোলিয়ন বোনাপার্টের শেষ পরাজয়ের সঙ্গে জড়িত।
-
যুদ্ধক্ষেত্র: বেলজিয়াম
-
তারিখ: ১৮১৫
-
ফলাফল: ফরাসি সাম্রাজ্যের নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হন
-
পরবর্তী ব্যবস্থা: নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়; তিনি সেখানে ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
-
বিজয়ী সেনাপতি: আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)

0
Updated: 2 weeks ago