মার্টিন লুথার কিং নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কবে?
A
১৯৬৫ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৬৪ সালে
উত্তরের বিবরণ
মার্টিন লুথার কিং জুনিয়র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
-
জন্ম: ১৫ জানুয়ারি, ১৯২৯ – জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
-
বিখ্যাত ভাষণ: “I Have a Dream” (২৮ আগস্ট, ১৯৬৩)।
-
তিনি স্বপ্ন দেখেছিলেন বর্ণবাদমুক্ত, সমঅধিকার ভিত্তিক যুক্তরাষ্ট্রের।
-
-
পুরস্কার: ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার।
-
মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮ – মেমফিস, যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)।

0
Updated: 2 months ago
সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
দোহার
B
ধামরাই
C
সাভার
D
কেরানীগঞ্জ
যখন কোনো এলাকার বায়ুদূষণের মাত্রা জাতীয় মান নিয়মিতভাবে অতিক্রম করে, তখন সেই এলাকা ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি, ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে।
-
সাভারের বায়ুর বার্ষিক দূষণ মাত্রা জাতীয় বার্ষিক মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে, যা গুরুতর পরিবেশগত সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
-
সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত) ইট পোড়ানো এবং ইট প্রস্তুতির কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
-
এছাড়া, উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন নতুন শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।
এ পদক্ষেপের মাধ্যমে সাভার এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষা করা লক্ষ্য।

0
Updated: 1 week ago
নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 months ago
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
ভুটান
নিশীথ সূর্যের দেশ
-
উপনাম: নিশীথ সূর্যের দেশ
-
দেশ: নরওয়ে
-
কারণ:
-
নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না
-
এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা দেশের জন্য উপাধি প্রদান করেছে
-
-
ভূ-অবস্থান ও অক্ষাংশ:
-
নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত
-
মে থেকে জুলাই মাসে সূর্য একেবারেই অস্তায় না, ফলে মধ্যরাতে সূর্য দেখা যায়
-
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
উইঘুর মুসলিম সম্প্রদায় নিচের কোন দেশে বসবাস করে?
Created: 3 weeks ago
A
তুরস্ক
B
চীন
C
রাশিয়া
D
পাকিস্তান
উইঘুর মুসলমান:
-
জাতি ও সম্প্রদায়: মূলত চীনের পশ্চিমাঞ্চল জিনজিয়াং-এ বসবাসকারী তুর্কিক ভাষাভাষী মুসলিম জাতিগোষ্ঠী।
-
প্রধান আবাসস্থল: জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল, পশ্চিম চীন।
-
ধর্ম: ইসলাম, প্রধানত সুন্নি মুসলিম।
-
ভাষা: উইঘুর ভাষা (Uyghur language), তুর্কিক ভাষা পরিবারভুক্ত।
-
জাতিগত সংযোগ: তুর্কি গোত্রভুক্ত।
-
আঞ্চলিক বিস্তার: উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তানেও কিছু সংখ্যক উইঘুর বসবাস করে।

0
Updated: 2 weeks ago