A
কানা হরিদত্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
মানিক দত্ত
D
দ্বিজ রামদেব
উত্তরের বিবরণ
মনসামঙ্গল কাব্য
-
বিষয়: সাপের দেবী মনসার স্তব, স্তুতি ও কাহিনি
-
ধরন: এক ধরনের পদ্মপুরাণ
-
উৎস: বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার
-
আদি কবি: কানা হরিদত্ত
প্রধান চরিত্র:
-
সাপের দেবী মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা
অন্য কাব্য ও কবি:
-
চণ্ডীমঙ্গল → আদি কবি: মানিক দত্ত, প্রধান বা শ্রেষ্ঠ কবি: মুকুন্দরাম চক্রবর্তী

0
Updated: 2 weeks ago
বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রবর্তক-
Created: 2 weeks ago
A
সাবিরিদ খান
B
শাহ মুহাম্মদ সগীর
C
দৌলত উজির বাহরাম খান
D
কোরেশী মাগন ঠাকুর
শাহ মুহাম্মদ সগীর
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি
-
জন্ম: আনুমানিক ১৪ শতকের শেষ ভাগে, মৃত্যু ১৫ শতকে
-
গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি
-
তাঁর পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য: ‘ইউসুফ জোলেখা’
-
এই কাব্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রবর্তন করেন

0
Updated: 2 weeks ago
কোন কাব্যটি লৌকিক ধারার অন্তর্গত?
Created: 2 weeks ago
A
চণ্ডিকামঙ্গল
B
গৌরীমঙ্গল
C
গঙ্গামঙ্গল
D
মনসামঙ্গল
লৌকিক শ্রেণি বা ধারা
এটি লোকায়ত ধারা বা খাঁটি মঙ্গলকাব্যের ধারা নামে পরিচিত। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বিদ্যাসুন্দর)
-
সারদামঙ্গল
-
শিবমঙ্গল
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সূর্যমঙ্গল
পৌরাণিক শ্রেণি বা ধারা
এটি বিশুদ্ধ পুরাণকেন্দ্রিক মঙ্গলকাব্যের ধারা। এই ধারায় রচিত কাব্যগুলো হলো—
-
অন্নদামঙ্গল
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল

0
Updated: 2 weeks ago
১) কোনটি পৌরাণিক শ্রেণিভুক্ত মঙ্গলকাব্য?
Created: 2 weeks ago
A
মনসামঙ্গল
B
কালিকামঙ্গল
C
গৌরীমঙ্গল
D
সারদামঙ্গল
গৌরীমঙ্গল
গৌরীমঙ্গল হলো পৌরাণিক শ্রেণিভুক্ত একটি মঙ্গলকাব্য।
মঙ্গলকাব্য সম্পর্কে
-
বাংলা সাহিত্যের নানা ধরনের কাব্যে মঙ্গল শব্দের ব্যবহার থাকলেও, কেবল বাংলা লৌকিক দেবতাদের নিয়ে রচিত কাব্যকেই প্রকৃত অর্থে মঙ্গলকাব্য বলা হয়।
-
শ্রেণিগতভাবে মঙ্গলকাব্যকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়:
-
পৌরাণিক মঙ্গলকাব্য
-
লৌকিক মঙ্গলকাব্য
-
পৌরাণিক শ্রেণির মঙ্গলকাব্য
উল্লেখযোগ্য উদাহরণ:
-
গৌরীমঙ্গল
-
ভবানীমঙ্গল
-
দুর্গামঙ্গল
-
অন্নদামঙ্গল
-
কমলামঙ্গল
-
গঙ্গামঙ্গল
-
চণ্ডিকামঙ্গল ইত্যাদি
লৌকিক শ্রেণির মঙ্গলকাব্য
উল্লেখযোগ্য উদাহরণ:
-
শিবায়ন বা শিবমঙ্গল
-
মনসামঙ্গল
-
চণ্ডীমঙ্গল
-
কালিকামঙ্গল (বা বিদ্যাসুন্দর)
-
শীতলামঙ্গল
-
রায়মঙ্গল
-
ষষ্ঠীমঙ্গল
-
সারদামঙ্গল
-
সূর্যমঙ্গল প্রভৃতি
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 2 weeks ago