"মহাশ্মশান" মহাকাব্যের রচনার পটভূমি কী?
A
পলাশীর যুদ্ধ
B
পানিপথের তৃতীয় যুদ্ধ
C
বক্সারের যুদ্ধ
D
ফকির বিদ্রোহ
উত্তরের বিবরণ
মহাশ্মশান
-
রচয়িতা: কায়কোবাদ
-
ধরণ: মহাকাব্য
-
ঐতিহাসিক পটভূমি: তৃতীয় পানিপথের যুদ্ধ (১৭৬১)
-
বিষয়বস্তু: মহারাষ্ট্রীদের পরাজয় এবং আহমদ শাহ আবদালীর বিজয়
-
খণ্ড: তিনটি খণ্ড
-
প্রথম খণ্ড: ২৯ সর্গ
-
দ্বিতীয় খণ্ড: ২৪ সর্গ
-
তৃতীয় খণ্ড: ৭ সর্গ
-
কায়কোবাদ
-
জন্ম: ১৮৫৭, ঢাকা জেলার নবাবগঞ্জ, আগলা গ্রাম
-
মৃত্যু: ১৯৫১
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী
-
সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ
-
বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা
-
আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি
-
প্রথম প্রকাশিত কাব্য: বিরহবিলাপ (১৮৭০, বয়স ১৩)
অন্যান্য কাব্যগ্রন্থ
-
কুসুম কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিব-মন্দির

0
Updated: 2 months ago
১৫) ধর্মমঙ্গল কাব্যে কোন কাহিনির কথা উল্লেখ আছে?
Created: 2 months ago
A
রামায়ণ কাহিনি
B
কৃষ্ণলীলার কথা
C
লাউসেনের কাহিনি
D
সীতার বনবাস কাহিনি
ধর্মমঙ্গল কাব্য
রচয়িতা ও শ্রেষ্ঠ কবি
-
আদি কবি: ময়ূর ভট্ট (কাব্যের নিদর্শন পাওয়া যায়নি)
-
শ্রেষ্ঠ কবি: ঘনরাম চক্রবর্তী
-
উল্লেখযোগ্য কবি: রূপরাম, সীতারাম দাস
কাব্যের বিভাজন ও বিষয়বস্তু
ধর্মমঙ্গল কাব্য মূলত দুটি পালায় বিভক্ত:
১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনি
২. লাউসেনের সংগ্রামী জীবন
অন্যান্য কবি
-
আদি রূপরাম
-
খেলারাম চক্রবর্তী
-
মানিকরাম
-
রূপরাম চক্রবর্তী প্রমুখ
উৎস
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
জীবনানন্দ দাশের রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
Created: 2 weeks ago
A
ধূসর পাণ্ডু লিপি
B
মহাপৃথিবী
C
ঝরা পালক
D
রূপসী বাংলা
জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি ও একজন শিক্ষাবিদ হিসেবে পরিচিত। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। তাঁর মা কুসুমকুমারী দাশ নিজেও ছিলেন একজন কবি। জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো ঝরা পালক।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ
-
ধূসর পাণ্ডুলিপি
-
বনলতা সেন
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
রূপসী বাংলা
-
বেলা অবেলা কালবেলা
তাঁর রচিত উপন্যাস
-
মাল্যবান
-
সতীর্থ
তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ
-
কবিতার কথা

0
Updated: 2 weeks ago
চণ্ডীমঙ্গল কাব্যের ধারা প্রবর্তন করেছিলেন কোন কবি?
Created: 2 weeks ago
A
মাণিক দত্ত
B
মুকুন্দরাম চক্রবর্তী
C
ময়ূরভট্ট
D
ঘনরাম চক্রবর্তী
মাণিক দত্ত চণ্ডীমঙ্গলের আদিকবি হিসেবে খ্যাত।
-
মুকুন্দরাম চক্রবর্তীর কবিবন্দনায় মাণিক দত্তের নাম উল্লেখ আছে, যা থেকে ধারণা করা হয় যে তিনি চণ্ডীমঙ্গল কাব্যের ধারা প্রবর্তন করেছিলেন।
-
মাণিক দত্তের নামে কিছু পুঁথি প্রচলিত আছে, তবে সেগুলি প্রাচীন নয়; সম্ভবত তাঁর কাব্য অনুসরণে অন্য কেউ এই পুঁথি তৈরি করেছেন।
-
কবির রচনা থেকে মনে হয় তিনি গৌড় বা মালদহ অঞ্চলের লোক, এবং তাঁর কাব্যে উল্লেখিত নদী ও গ্রামগুলো মালদহ অঞ্চলে অবস্থিত। তিনি ফুলুয়া নগরে বসবাস করতেন, যা বর্তমানে ফুলবাড়ি নামে পরিচিত।
-
কবি সম্ভবত ষোল শতকের বহু পূর্বে আবির্ভূত। চণ্ডীর উৎপত্তি ব্যাখ্যা দিতে যে সৃষ্টিতত্ত্ব বর্ণনা করেছেন, তাতে অভিনবত্ব লক্ষ্য করা যায় এবং ধর্মমঙ্গলের কাহিনির সঙ্গে মিল দেখা যায়।
-
আত্মবিবরণী অনুযায়ী, তিনি ছিলেন কানা ও খোঁড়া, দেবীর দয়ায় সুস্থ হন এবং দেবীর স্বপ্নাদেশে কাব্য রচনা করেন। কথিত আছে, কলিঙ্গরাজের উল্লেখের কারণে তাঁকে কারারুদ্ধ করা হয়, কিন্তু চণ্ডীদেবীর কৃপায় মুক্তি পান; পরবর্তীতে কলিঙ্গরাজও দেবীর অনুগত হন এবং রাজ্যে দেবীর পূজা প্রচলিত হয়।
অন্য উল্লেখযোগ্য ধর্মমঙ্গল কবি:
-
ময়ূরভট্ট: ধর্মমঙ্গল কাব্যের আদিকবি; কোনো পুঁথি পাওয়া যায়নি; পরবর্তীকালের কবিদের রচনায় উল্লেখিত।
-
ঘনরাম চক্রবর্তী: আঠার শতকের ধর্মমঙ্গল ধারার সর্বশ্রেষ্ঠ কবি।

0
Updated: 2 weeks ago