A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
উত্তরের বিবরণ
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা

0
Updated: 2 weeks ago
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 1 week ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
সমাচার দর্পণ পত্রিকা
-
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ’।
-
এটি ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে প্রকাশ করা হয়, উদ্যোগ নেন খ্রিষ্টান মিশনারিরা।
-
পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্শম্যান, এবং এটি ছিল তার সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রথমে সম্পাদকীয় অংশে সহায়ক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার।
-
সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয় ১৮১৮ সালের ২৩ মে, যা ছিল একটি শনিবার।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?
Created: 1 month ago
A
সওগাত
B
সমকাল
C
উত্তরণ
D
শিখা
• সিকান্দার আবু জাফর 'সমকাল' পত্রিকা সম্পাদনা করেন। ঢাকা থেকে প্রকাশিত হতো মাসিক সাহিত্যপত্র সমকাল।
- সমকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন।
-------------------------------
• সিকান্দার আবু জাফর:
- তাঁর পূর্ণ নাম সৈয়দ আল্ হাশেমী আবু জাফর মুহম্মদ বখ্ত সিকান্দার।
- ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে তাঁর জন্ম।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রসন্ন শহর।
- তিমিরান্তিক।
- বৈরী বৃষ্টিতে।
- বৃশ্চিক-লগ্ন।
• তাঁর রচিত নাটক:
- সিরাজ-উদ-দৌলা।
- মহাকবি আলাউল।
- শকুন্ত উপাখ্যান।
• তাঁর রচিত উপন্যাস:
- মাটি আর অশ্রু।
- জয়ের পথে।
- নবী কাহিনী।
- পূরবী।
• তাঁর কয়েকটি অনূদিত গ্রন্থ:
- যাদুর কলস।
- সেন্ট লুইয়ের সেতু।
- রুবাইয়াৎ:ওমর খৈয়াম ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
বাংলা একাডেমীর 'আঞ্চলিক অভিধান' সম্পাদনা কে করেন?
Created: 1 month ago
A
মুহম্মদ শহীদুল্লাহ
B
মুহম্মদ এনামুল হক
C
মুহম্মদ মনসুর উদ্দিন
D
মুহম্মদ আবদুল হাই
বাংলা একাডেমী 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান':
- আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
---------------------------
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।
তার উল্লেখযোগ্য রচনা কর্ম হলো:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ভাষার ইতিবৃত্ত।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago