মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে?
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
ড. সুকুমার সেন
C
ড. দীনেশচন্দ্র সেন
D
ড. মমতাজ উদ্দিন
উত্তরের বিবরণ
মৈমনসিংহ গীতিকা
-
বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোণা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রচলিত গানসমূহ
-
সংগ্রহকারী: চন্দ্রকুমার দে, আগ্রহ: ড. দীনেশচন্দ্র সেন
-
প্রকাশ: কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯২৩, সম্পাদনা: ড. দীনেশচন্দ্র সেন
-
বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত
মৈমনসিংহ অঞ্চলের জনপ্রিয় পালা:
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী ও জয়চন্দ্র
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারাম
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা
-
দেওয়ান মদিনা

0
Updated: 2 months ago
দেওয়ানা মদিনা' পালার অপর নাম কী?
Created: 3 weeks ago
A
বানিয়াচঙ্গের কাহিনী
B
মদিনার জীবন
C
আলাল-দুলালের পালা
D
সোনাফরের গল্প
দেওয়ানা মদিনা বাংলার লোকসাহিত্যের একটি উল্লেখযোগ্য পালাগীতি, যা মূলত বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ অঞ্চলের দেওয়ান পরিবারের ইতিহাস ও প্রেমকাহিনি অবলম্বনে রচিত।
এই পালাটির লেখক হলেন মনসুর বয়াতি।
পালাটি বানিয়াচঙ্গের দেওয়ান পরিবারকে কেন্দ্র করে রচিত, যা বর্তমান হবিগঞ্জ জেলার অধীনে বাংলাদেশের বৃহত্তম গ্রাম।
পালার মূল বিষয়বস্তু হলো বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের দুই পুত্র আলাল ও দুলালের জীবনকাহিনি, এবং বিশেষভাবে দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেমগাথা।
‘দেওয়ানা মদিনা’ পালাটির অপর নাম হলো ‘আলাল-দুলালের পালা’।
পালাটির প্রধান কয়েকটি চরিত্রের মধ্যে রয়েছে আলাল, দুলাল, মদিনা এবং সোনাফর।

0
Updated: 3 weeks ago
”দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই। রাতি ভইলে কামরু জাই”- পঙক্তিটির রচিতা কে?
Created: 2 months ago
A
কাহ্নপা
B
কুক্কুরীপা
C
বিরুপা
D
ভুসুকুপা
কুক্কুরীপা
-
সময়কাল: ৮ম শতক
-
বাসিন্দা: তিব্বতের কাছে কোনো অঞ্চল
-
পদসংখ্যা: ২টি
-
বিশেষ মন্তব্য: ড. সুকুমার সেন মনে করেন কুক্কুরীপার ভাষার সঙ্গে নারীর ভাষার মিল আছে, তবে নিশ্চিত প্রমাণ নেই যে তিনি মহিলা কবি ছিলেন
-
উল্লেখযোগ্য পঙ্ক্তি:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই। রাতি ভইলে কামরু জাই”

0
Updated: 2 months ago
দিগদর্শন' - প্রথম সংখ্যাটি কত সালের প্রকাশিত হয়?
Created: 3 weeks ago
A
১৮১৮ সালে
B
১৮২৮ সালে
C
১৮৩৮ সালে
D
১৮৪৮ সালে
দিগদর্শন পত্রিকা:
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা।
দিগ্দর্শনের প্রথম সংখ্যাটি ১৮১৮ সালের এপ্রিল মাসে প্রকাশিত হয়।
এটি ছিল মাসিক পত্রিকা।
পত্রিকাটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়।
বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যান-এর পুত্র জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত মাসিক সাময়িকী ছিল।
কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ গ্রন্থাগারে দিগ্দর্শনের কপিসমূহ সংরক্ষিত আছে।

0
Updated: 3 weeks ago