“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
উত্তরের বিবরণ
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা

0
Updated: 2 months ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
Created: 1 month ago
A
মুনীর চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
শামসুর রাহমান
D
গাজীউল হক
‘একুশে ফেব্রুয়ারি’ সাহিত্য সংকলন
‘একুশে ফেব্রুয়ারি’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি প্রথম সাহিত্য সংকলন। এটি কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—মোট ৬টি বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়, তাই এটিকে ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকা হিসাবেও দেখা যায়।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয়েছিল, তার স্মরণে ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে মোট ২২ জন লেখকের লেখা অন্তর্ভুক্ত ছিল।
-
আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান প্রথমবার এই সংকলনে প্রকাশিত হয়।
-
প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
Created: 3 weeks ago
A
নাটক
B
উপন্যাস
C
কাব্যগ্রন্থ
D
ভ্রমণকাহিনী
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ একটি বিখ্যাত উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯১৬ সালে। এই উপন্যাসের নামকরণ করা হয়েছে সংস্কৃত শব্দ ‘চতুরঙ্গ’ থেকে, যার অর্থ ‘চারটি অংশ’ বা ‘চতুর্ভুজ’, কারণ উপন্যাসে চারটি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ের নামকরণ করা হয়েছে প্রধান চরিত্রদের নামে। উপন্যাসের মূল চরিত্রগুলো হলো শচীশ, দামিনী এবং শ্রীবিলাস।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
উৎস:

0
Updated: 3 weeks ago
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 1 month ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
সমাচার দর্পণ পত্রিকা
-
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ’।
-
এটি ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে প্রকাশ করা হয়, উদ্যোগ নেন খ্রিষ্টান মিশনারিরা।
-
পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্শম্যান, এবং এটি ছিল তার সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রথমে সম্পাদকীয় অংশে সহায়ক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার।
-
সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয় ১৮১৮ সালের ২৩ মে, যা ছিল একটি শনিবার।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago