প্রমেন্দ্র মিত্র এর ছদ্মনাম ছিলো-
A
কাঙাল হরিনাথ
B
কালকূট
C
কৃত্তিবাস ভদ্র
D
জরাসন্ধ
উত্তরের বিবরণ
প্রেমেন্দ্র মিত্র
-
কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক
-
জন্ম: সেপ্টেম্বর ১৯০৪, কাশী (পৈতৃক নিবাস: বৈকুণ্ঠপুর, দক্ষিণ চব্বিশ পরগণা)
-
কল্লোল পত্রিকার নিয়মিত লেখক
-
প্রথম প্রকাশিত গল্প: ‘শুধু কেরাণী’ ও ‘গোপন চারিণী’ (প্রবাসী, ১৯২৩) → আলোচিত হয়ে সাহিত্যজগতে খ্যাতি অর্জন
-
সাহিত্যজীবনের প্রথমে ছদ্মনাম: কৃত্তিবাস ভদ্র
অন্য সাহিত্যিকদের ছদ্মনাম:
-
চারুচন্দ্র চক্রবর্তী → জরাসন্ধ
-
সমরেশ বসু → কালকূট
-
হরিনাথ মজুমদার → কাঙাল হরিনাথ

0
Updated: 2 months ago
মধ্যযুগের সাহিত্যিক শেখ ফয়জুল্লাহ কত শতকের কবি?
Created: 1 month ago
A
১৫শ শতক
B
১৬শ শতক
C
১৪শ শতক
D
১৭শ শতক
শেখ ফয়জুল্লাহ
-
সময়কাল: ১৬শ শতক, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের কবি
-
জন্মস্থান: বিভিন্ন মতভেদ রয়েছে; পশ্চিমবঙ্গের বারাসাত, দক্ষিণ রাঢ় এবং কুমিল্লা উল্লেখযোগ্য সম্ভাব্য স্থান
-
সাহিত্যকর্ম:
-
গোরক্ষবিজয়
-
গাজীবিজয়
-
সত্যপীর
-
জয়নবের চৌতিশা
-
রাগনামা
-
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
Created: 4 months ago
A
প্রমথনাথ বিশী
B
প্রমথ চৌধুরী
C
প্রেমেন্দ্র মিত্র
D
প্রমথ নাথ বসু
প্রমথ চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল 'বীরবল'।
-
'বীরবলের হালখাতা' নামক গ্রন্থটি ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রয়োগের নিদর্শন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
-
তিনি 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
প্রমথ চৌধুরীর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
প্রবন্ধগ্রন্থসমূহ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
অন্যদিকে, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র ও লেখরাজ সামন্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 1 month ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
-
পেশা: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর
-
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ণ
-
সংবাদ সাধুরঞ্জন
-

0
Updated: 1 month ago