A
সাধনা
B
হিতকারী
C
বঙ্গদূত
D
বঙ্গদর্শন
উত্তরের বিবরণ
বঙ্গদর্শন
-
মাসিক সাহিত্যপত্রিকা, প্রথম প্রকাশ: ১৮৭২
-
প্রতিষ্ঠাতা ও সম্পাদক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৮৭২–১৮৭৬ (৪ বছর)
-
বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে
-
ভাষা: উচ্চমানের সাধু বাংলা
-
বিষয়বস্তু: সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন
অন্য সাহিত্যপত্রিকা:
-
সাধনা → সম্পাদক: সুধীন্দ্রনাথ দত্ত
-
বঙ্গদূত → সম্পাদনা: নীলমণি হালদার (রামমোহন রায় ও অনুগামীদের দ্বারা পরিচালিত)
-
হিতকারী → সম্পাদক: মীর মশাররফ হোসেন

0
Updated: 2 weeks ago
’আমার সোনার বাংলা’ রচনার প্রেক্ষাপট কী?
Created: 2 weeks ago
A
বঙ্গভঙ্গ
B
ভাষা-আন্দোলন
C
মুক্তিযুদ্ধ
D
ব্রিটিশ বিরোধী আন্দোলন
‘আমার সোনার বাংলা’
-
প্রথম প্রকাশ: বঙ্গদর্শন পত্রিকা, ১৩১২ বঙ্গাব্দ (১৯০৫)
-
প্রেক্ষাপট: ব্রিটিশদের ‘বঙ্গভঙ্গ’ প্রক্রিয়ার বিরোধিতা
-
উল্লেখযোগ্য: প্রথম ১০ পঙ্ক্তি বাংলাদেশের জাতীয় সঙ্গীত
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
অন্তর্ভুক্ত: গীতবিতান’র স্বরবিতান অংশ
-
ধরণ: স্বদেশ পর্যায়ের গান
-
সুর: রবীন্দ্রনাথ ঠাকুর (বাউল গগন হরকরার সুরের প্রভাব)

0
Updated: 2 weeks ago
”টুনি” কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 weeks ago
A
দেবী চৌধুরাণী
B
শেষের কবিতা
C
আনন্দমঠ
D
হাজার বছর ধরে
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান উপন্যাসসমূহ
-
গোরা – সমাজ ও জাতীয়তাবাদ, ধর্মীয় চেতনা
-
ঘরে বাইরে – সামাজিক সীমাবদ্ধতা, নারীর অবস্থান
-
নষ্টনীড় – পারিবারিক ও সামাজিক মনস্তত্ত্ব
-
চোখের বালি – পরিবার ও ব্যক্তিগত আকাঙ্ক্ষা
-
শেষের কবিতা – প্রগাঢ় নৈতিক ও দার্শনিক বিষয়
-
দেবদাসী – মানবীয় সম্পর্ক ও সামাজিক সংঘাত
-
রাজর্ষি – সমাজ ও নৈতিকতার দ্বন্দ্ব

0
Updated: 2 weeks ago
আধুনিক কবিদের মধ্যে কোন সাহিত্যিক ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন?
Created: 2 weeks ago
A
সত্যেন্দ্রনাথ দত্ত
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মাইকেল মধুসূদন দত্ত
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর ও বৈষ্ণব পদাবলি
রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণবীয় মনস্তত্ত্বের প্রতি গভীর অনুরাগ প্রকাশ করেছেন। তাঁর সোনার তরী কাব্যগ্রন্থের বহু কবিতায়, বিশেষত বর্ষার ঋতুবৈচিত্র্যকে কেন্দ্র করে রচিত কবিতাগুলিতে, এই প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।
কাদম্বরী দেবীর অনুরোধে তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন, যা ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ নামে পরিচিত। এর একটি সুপরিচিত উদাহরণ হলো—
“মরণরে, তুঁহু মম শ্যাম সমান”
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস — মাহবুবুল আলম; বাংলা সাহিত্যের কথা — ড. মুহম্মদ শহীদুল্লাহ; লাল নীল দীপাবলি; বাংলা সাহিত্যের রূপরেখা — গোপাল হালদার।

0
Updated: 2 weeks ago