বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপখ্যান ধারার প্রবর্তক-
A
সাবিরিদ খান
B
শাহ মুহাম্মদ সগীর
C
দৌলত উজির বাহরাম খান
D
কোরেশী মাগন ঠাকুর
উত্তরের বিবরণ
শাহ মুহাম্মদ সগীর
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের খ্যাতনামা কবি
-
জন্ম: আনুমানিক ১৪ শতকের শেষ ভাগে, মৃত্যু ১৫ শতকে
-
গিয়াসউদ্দিন আজম শাহের সভাকবি
-
তাঁর পৃষ্ঠপোষকতায় রচিত কাব্য: ‘ইউসুফ জোলেখা’
-
এই কাব্যের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রবর্তন করেন

0
Updated: 2 months ago
'মধুমালতী' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 3 weeks ago
A
মর্সিয়া সাহিত্য
B
জীবনী সাহিত্য
C
রোমান্টিক প্রণয়োপাখ্যান
D
বৈষ্ণব পদাবলি
‘রোমান্টিক প্রণয়োপাখ্যান’ মধ্যযুগের এক বিশেষ সাহিত্যধারা, যা মূলত মুসলিম চরিত্রনির্ভর এবং প্রণয়কাহিনি-আশ্রিত। এটি অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত, যেখানে মুসলমান সাহিত্যিকরা বিদেশি কাহিনি অনুবাদ ও রূপান্তরের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টি করেন।
এই ধারার উল্লেখযোগ্য অনুবাদ সাহিত্য হলো—
-
ইউসুফ-জোলেখা
-
লায়লী মজনু
-
মধুমালতী
-
গুলে বকাওলী
-
চন্দ্রাবতী
-
পদ্মাবতী
-
সতীময়না-লোর-চন্দ্রানী ইত্যাদি
এই ধারার প্রধান কবিগণ হলেন—
-
শাহ মুহম্মদ সগীর
-
সৈয়দ সুলতান
-
আবদুল হাকিম
-
আলাওল
-
কোরেশী মাগন ঠাকুর প্রমুখ
উৎস:

0
Updated: 3 weeks ago
ভবানী দাস রচিত 'ময়নামতির গান' কোন যুগের নিদর্শন?
Created: 2 weeks ago
A
প্রাচীন যুগের
B
মধ্য যুগের
C
আধুনিক যুগের
D
অন্ধকার যুগের
ময়নামতির গান হলো ভবানী দাস রচিত এবং এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নাথ সাহিত্যের একটি নিদর্শন। এই সাহিত্য ধারায় সাধন-নির্দেশিকা এবং গাথাকাহিনি বা আখ্যায়িকা—দুই ধরনের রূপ বিদ্যমান।
-
ময়নামতির গান
-
রচয়িতা: ভবানী দাস
-
মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নাথ সাহিত্যের অন্তর্গত
-
সাহিত্যটি দুটি ধারায় বিকাশ লাভ করে: সাধন-নির্দেশিকা এবং গাথাকাহিনি/আখ্যায়িকা
-
-
উল্লেখযোগ্য নাথ সাহিত্য
-
গোরাক্ষ বিজয় — রচয়িতা: শেখ ফয়জুল্লাহ
-
গোপীচন্দ্রের সন্যাস — রচয়িতা: শুকুর মাহমুদ
-
মীনচেতন — রচয়িতা: শ্যামাদাস সেন
-
গোর্খবিজয় — রচয়িতা: ভীমসেন রায়
-
-
নাথ গীতিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
-
প্রাপ্ত পুথির ভিত্তিতে ময়নামতী-গোপীচন্দ্রের গান-এর তিনজন কবির সন্ধান পাওয়া যায়: দুর্লভ মল্লিক, ভবানী দাস, এবং শুকুর মাহমুদ
-
দুর্লভ মল্লিকের কাব্যের নাম: গোবিন্দচন্দ্র গীত, সম্পাদনা করেছেন শিবচন্দ্র শীল
-
নলিনীকান্ত ভট্টশালীর সম্পাদনায় ভবানী দাসের ময়নামতীর গান এবং শুকুর মাহমুদের গোপীচাঁদের সন্ন্যাস কাব্যদুটি ঢাকা সাহিত্য পরিষৎ থেকে প্রকাশিত হয়
-

0
Updated: 2 weeks ago
মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে?
Created: 4 days ago
A
দ্বিজবংশী দাস
B
দ্বিজ কানাই
C
কানাই হরিদত্ত
D
ক্ষেমানন্দ
মধ্যযুগের বিশিষ্ট কবি দ্বিজ বংশীদাস বাংলা বৈষ্ণব পদাবলির অন্যতম গুরুত্বপূর্ণ রচয়িতা। তাঁর জন্ম কিশোরগঞ্জ জেলার পাতোয়ারি গ্রামে। তিনি চৈতন্যোত্তর যুগের কবি, যিনি বৈষ্ণব ধর্মভাব, রাধাকৃষ্ণের প্রেমলীলা ও ভক্তিরসকে কাব্যরূপে প্রকাশ করেছেন।
-
বংশীদাস ছিলেন দ্বিজ বা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণকারী, তাই তাঁর নামের পূর্বে ‘দ্বিজ’ বিশেষণ যুক্ত হয়েছে।
-
তাঁর রচনায় গভীর ভক্তি, প্রেম ও দার্শনিক তত্ত্বের মিশ্রণ দেখা যায়, যা বৈষ্ণব সাহিত্যধারার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য।
-
কিশোরগঞ্জ অঞ্চলটি মধ্যযুগে বৈষ্ণব সংস্কৃতি ও পদকাব্য রচনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, যেখানে বংশীদাসসহ আরও বহু কবি সাহিত্যচর্চা করেছেন।
-
তাঁর পদাবলিতে রাধাকৃষ্ণ প্রেমের মানবিক ও আধ্যাত্মিক উভয় দিক গভীরভাবে ফুটে উঠেছে।

0
Updated: 4 days ago