A
অনুচ্ছেদ - ২১
B
অনুচ্ছেদ - ২২
C
অনুচ্ছেদ - ২৩
D
অনুচ্ছেদ - ২৪
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ২২: ‘নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ’
-
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে।
-
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 3 days ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 3 days ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?
Created: 2 weeks ago
A
অনুচ্ছেদ - ৩৭
B
অনুচ্ছেদ - ৩৯
C
অনুচ্ছেদ - ৩৬
D
অনুচ্ছেদ - ৪১
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে:
-
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে:
-
কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ করতে হবে না,
-
কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই বিধান রহিত করা যায় না।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
সংবিধান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
Created: 2 weeks ago
A
সরাসরি জনগণের ভোটে
B
রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতার মাধ্যমে
C
জাতীয় সংসদের সদস্যদের ভোটে
D
প্রধানমন্ত্রীর মনোনয়ন অনুযায়ী
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা:
-
৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ-সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। জনগণের সরাসরি ভোটে নয়।
৪৮ অনুচ্ছেদ:
-
বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
-
রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে সকলের ঊর্ধ্বে অবস্থান করবেন এবং সংবিধান ও অন্যান্য আইনে যে ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করবেন।
-
রাষ্ট্রপতি তাঁর অধিকাংশ দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। তবে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি সরাসরি দায়িত্ব পালন করতে পারেন।
-
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য:
-
একজন ব্যক্তির কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে।
-
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
-
যদি কখনও সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন, তবে তিনি আর রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নন।
-
-
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করবেন।
-
রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় আলোচনা করার জন্য তোলা যাবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago