'নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ' কোন অনুচ্ছেদের বিষয়?
A
অনুচ্ছেদ - ২১
B
অনুচ্ছেদ - ২২
C
অনুচ্ছেদ - ২৩
D
অনুচ্ছেদ - ২৪
উত্তরের বিবরণ
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ২২: ‘নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ’
-
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে।
-
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছদে?
Created: 1 week ago
A
৯২ (১) নং
B
৯৩ নং
C
৯৪ (১) নং
D
৯৮ নং
বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংবিধান এবং দেশের সাধারণ আইনের অধীনে কাজ করে এবং এটি দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত। সংবিধানের ৯৪ (১) অনুচ্ছেদ অনুসারে,
সুপ্রীম কোর্ট দুটি ভাগে বিভক্ত—আপীল বিভাগ (Appellate Division) এবং হাইকোর্ট বিভাগ (High Court Division)। প্রতিটি বিভাগের নিজস্ব এখতিয়ার (jurisdiction) রয়েছে, যা সংবিধান ও সাধারণ আইন দ্বারা নির্ধারিত। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়।
-
সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা গুরুত্বপূর্ণ।
-
নাগরিকদের মৌলিক অধিকার (fundamental rights) সংরক্ষণের ক্ষেত্রে, সংসদ কর্তৃক আরোপিত যেকোনো বাঁধা বা বিধিনিষেধ যুক্তিসঙ্গত (reasonable) কি না, তা নির্ধারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের রয়েছে।
-
এই এখতিয়ার সংবিধান ও সাধারণ আইন—দুইয়ের মিশ্রণ থেকে আসে।

0
Updated: 1 week ago
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
Created: 1 month ago
A
১৩৯
B
১৩৭
C
১৩৮
D
১৪০
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিতে সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করা। শুধু নিয়োগ নয়, কমিশন সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের সংবিধানে এর গঠন, দায়িত্ব ও কার্যাবলি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করে থাকেন। বর্তমানে মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান ভূমিকা হলো সরকারি চাকরি ও বিভিন্ন পদে নিয়োগ প্রদান।
-
এটি পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত।
-
সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ কমিশনের গঠন ও কার্যাবলি নির্ধারণ করে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করেন।
সংবিধান অনুযায়ী প্রাসঙ্গিক অনুচ্ছেদসমূহ হলো:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশনের প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৩৮: সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যপদের মেয়াদ
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব

0
Updated: 1 month ago
'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন্ অনুচ্ছেদে বলা হয়েছে?
Created: 1 week ago
A
অনুচ্ছেদ : ২
B
অনুচ্ছেদ : ৩
C
অনুচ্ছেদ : ৪
D
অনুচ্ছেদ : ৫
বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ ৩-এ স্পষ্টভাবে বলা হয়েছে যে, বাংলা হবে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা। অর্থাৎ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
বাকি অনুচ্ছেদগুলোতে বিষয়বস্তু ভিন্নভাবে উল্লেখ করা আছে –
-
অনুচ্ছেদ ২: এখানে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা নিয়ে আলোচনা করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৪: এতে বলা হয়েছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে।
-
অনুচ্ছেদ ৪(ক): এখানে উল্লেখ আছে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের কথা।
-
অনুচ্ছেদ ৫: এতে বলা হয়েছে যে, প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা।

0
Updated: 1 week ago