A
৫২নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫৪নং অনুচ্ছেদ
D
৫৫নং অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতির অভিশংসন
-
সংবিধানের ৫২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে।
-
এজন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে।
-
স্পীকারের নিকট নোটিশ প্রদানের দিন থেকে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না।
-
যদি সংসদ অধিবেশনরত না থাকে, স্পীকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ৫৫ → মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৩ → অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫১ → রাষ্ট্রপতির দায়মুক্তি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
'প্রশাসনিক ট্রাইব্যুনাল' গঠনের কথা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
Created: 2 weeks ago
A
১১৭নং
B
১২০নং
C
১১০নং
D
১১৫নং
বাংলাদেশের সংবিধান:
-
সংবিধানের ১১৭ নং অনুচ্ছেদের ১ এবং ২ নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা সন্নিবেশিত হয়েছে।
অন্যদিকে:
-
১১০ নং অনুচ্ছেদ – অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
১২০ নং অনুচ্ছেদ – নির্বাচন কমিশনের কর্মচারীগণ।
-
১১৫ নং অনুচ্ছেদ – অধস্তন আদালতে নিয়োগ।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?
Created: 2 weeks ago
A
অনুচ্ছেদ - ৩৭
B
অনুচ্ছেদ - ৩৯
C
অনুচ্ছেদ - ৩৬
D
অনুচ্ছেদ - ৪১
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে:
-
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে:
-
কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ করতে হবে না,
-
কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই বিধান রহিত করা যায় না।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে?
Created: 2 weeks ago
A
১১নং অনুচ্ছেদে
B
১৪নং অনুচ্ছেদে
C
২২নং অনুচ্ছেদে
D
১৬নং অনুচ্ছেদে
সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতী মানুষ—কৃষক, শ্রমিক এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা।
-
সংবিধানের ১১ নং অনুচ্ছেদে উল্লেখ আছে: “গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা।”
-
সংবিধানের ১৬ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব।”
-
সংবিধানের ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে: “নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগ পৃথকীকরণ।”
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago