রাষ্ট্রপতির অভিশংসন সংক্রান্ত বিধান বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে?
A
৫২নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫৪নং অনুচ্ছেদ
D
৫৫নং অনুচ্ছেদ
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতির অভিশংসন
-
সংবিধানের ৫২(১) নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত করা যেতে পারে।
-
এজন্য সংসদের মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিপিবদ্ধ করে প্রস্তাবের নোটিশ স্পীকারের নিকট প্রদান করতে হবে।
-
স্পীকারের নিকট নোটিশ প্রদানের দিন থেকে চৌদ্দ দিনের পূর্বে বা ত্রিশ দিনের পর এই প্রস্তাব আলোচিত হতে পারবে না।
-
যদি সংসদ অধিবেশনরত না থাকে, স্পীকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন।
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ৫৫ → মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৩ → অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫১ → রাষ্ট্রপতির দায়মুক্তি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের বিষয়বস্তু কী?
Created: 2 months ago
A
মৌলিক অধিকার
B
বিচার বিভাগ
C
নির্বাহী বিভাগ
D
নির্বাচন
সংবিধানের ভাগ
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 months ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'সংবিধানের প্রাধান্য' উল্লেখ করা হয়েছে?
Created: 4 weeks ago
A
৮ নং
B
৭ নং
C
৬ নং
D
৫ নং
সংবিধানের ৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ৭(১): প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে।
-
অনুচ্ছেদ ৭(২): জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন; এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসমঞ্জস হয়, তবে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হবে।
সংবিধানের প্রথম ভাগের অনুচ্ছেদ সমূহ:
১। প্রজাতন্ত্র
২। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
২ক। রাষ্ট্রধর্ম
৩। রাষ্ট্রভাষা
৪। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক
৪ক। জাতির পিতার প্রতিকৃতি
৫। রাজধানী
৬। নাগরিকত্ব
৭। সংবিধানের প্রাধান্য

0
Updated: 4 weeks ago
সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে?
Created: 1 month ago
A
১৩০
B
১৩১
C
১৩৭
D
১৪০
সংবিধান ও সরকারি কর্ম কমিশন
বাংলাদেশের সংবিধান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও তাদের দায়িত্বের কথা উল্লেখ করেছে। বিশেষ করে সরকারি কর্ম কমিশন সম্পর্কিত বিষয়টি অনুচ্ছেদ ১৩৭-এ বলা হয়েছে।
এখানে বলা আছে যে, আইন অনুযায়ী বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা যেতে পারে। প্রতিটি কমিশনে একজন সভাপতি এবং আইন অনুযায়ী অন্যান্য সদস্য থাকবেন।
এর সঙ্গে আরও কিছু প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষকের নিয়োগ।
-
অনুচ্ছেদ ১৩১: প্রজাতন্ত্রের হিসাব-রক্ষার পদ্ধতি ও কাঠামো।
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ।
সূত্র: বাংলাদেশের সংবিধান।

0
Updated: 1 month ago