A
হিজবুল্লাহ
B
গডস আর্মি
C
এলটিটিই
D
এমএনএলএফ
উত্তরের বিবরণ
গডস আর্মি (God’s Army)
-
মিয়ানমারের একটি গেরিলা সংগঠন।
-
এটি কারেন ন্যাশনাল ইউনিয়নের (Karen National Union) একটি বিচ্ছিন্ন দল।
-
নেতৃত্ব দেয় যমজ ভাই জনি ও লুথার হটু।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৭, প্রতিষ্ঠাতা সাউ তুই তুই।
অন্য দেশের গেরিলা সংগঠন:
-
শ্রীলঙ্কা: LTTE
-
লেবানন: হিজবুল্লাহ
-
ফিলিপাইন: MNLF
উৎস: Federation of American Scientists

0
Updated: 2 weeks ago
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে কোন দুইটি দেশের মাঝে বিরোধ রয়েছে?
Created: 2 weeks ago
A
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
B
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র
C
জার্মানি ও পোল্যান্ড
D
রাশিয়া ও চীন
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (Falkland Islands)
-
বিকল্প নাম: মালভিনাস দ্বীপপুঞ্জ
-
অবস্থান: দক্ষিণ আটলান্টিক মহাসাগর
-
রাজনৈতিক অবস্থা: যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল
-
বিরোধ: মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ
-
ফকল্যান্ড যুদ্ধ (1982):
-
২ এপ্রিল, ১৯৮২: আর্জেন্টিনার সামরিক সরকার আক্রমণ
-
১০ সপ্তাহের যুদ্ধ শেষে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণ
-
ব্রিটিশ বাহিনী দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
মার্টিন লুথার কিং নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কবে?
Created: 2 weeks ago
A
১৯৬৫ সালে
B
১৯৮৪ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৬৪ সালে
মার্টিন লুথার কিং জুনিয়র
-
মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
-
আজীবন বর্ণবাদ ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন।
-
জন্ম: ১৫ জানুয়ারি, ১৯২৯ – জর্জিয়া, যুক্তরাষ্ট্র।
-
বিখ্যাত ভাষণ: “I Have a Dream” (২৮ আগস্ট, ১৯৬৩)।
-
তিনি স্বপ্ন দেখেছিলেন বর্ণবাদমুক্ত, সমঅধিকার ভিত্তিক যুক্তরাষ্ট্রের।
-
-
পুরস্কার: ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার।
-
মৃত্যু: ৪ এপ্রিল, ১৯৬৮ – মেমফিস, যুক্তরাষ্ট্র (আততায়ীর গুলিতে)।

0
Updated: 2 weeks ago