বিশ্বের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
A
রিও ডি জেনেইরো, ব্রাজিল
B
নাইরোবি, কেনিয়া
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
স্টকহোম, সুইডেন
উত্তরের বিবরণ
সংক্ষেপে স্টকহোম সম্মেলন (1972):
-
পূর্ণ নাম: United Nations Conference on the Human Environment
-
স্থান: স্টকহোম, সুইডেন
-
সময়: ৫–১৬ জুন, ১৯৭২
-
ফলশ্রুতি:
-
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) গঠিত হয়
-
"স্টকহোম ঘোষণা" (২৬ দফা) গৃহীত হয়
-
-
গুরুত্ব:
-
এটিই ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক পরিবেশ বিষয়ক সম্মেলন
-
পরিবেশ সুরক্ষা ইস্যুটি প্রথমবারের মতো আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্ব পায়
-
👉 এটি সাধারণত Environment / International Conference / UN Initiatives থেকে প্রশ্ন আসে।

0
Updated: 2 months ago
নিম্নলিখিত কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য? [আগস্ট, ২০২৫]
Created: 3 weeks ago
A
ভারত
B
মোজাম্বিক
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
কমনওয়েলথ হলো একটি আন্তর্জাতিক সমিতি, যা মূলত ব্রিটিশ রাজ্যের প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৬টি [আগস্ট, ২০২৫]
-
৫৫তম দেশ: গ্যাবন
-
৫৬তম দেশ: টোগো
-
-
বাংলাদেশ: ১৯৭২ সালে সদস্যপদ লাভ করে, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
ব্রিটিশ উপনিবেশ না হলেও সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো
-
বিশেষ তথ্য:
-
পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে, ১৯৮৯ সালে পুনরায় যোগ দেয়
-
দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে, ১৯৯৪ সালে পুনরায় যোগ দেয়
-
২০২২ সালে গ্যাবন ও টোগো রুয়ান্ডা সম্মেলনে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়
-
উৎস:

0
Updated: 3 weeks ago
জাতিসংঘে নিযুক্ত বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
সালাহউদ্দিন নোমান চৌধুরী
B
মুহাম্মদ আবদুল মুহিত
C
ইসমত জাহান
D
তৌহিদ হোসেন
জাতিসংঘ ও বাংলাদেশ:
বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। এই সদস্যপদ অর্জনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়।
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ, এবং সদস্যপদ অনুমোদনের পরপরই দেশটিকে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ ও সংস্থায় সক্রিয়ভাবে যুক্ত করা হয়।
মূল তথ্যাবলি:
-
সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
-
অধিবেশন: জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশন
-
সদস্যপদ ক্রম: ১৩৬তম
-
প্রথম জাতিসংঘ সংস্থা, যেখানে বাংলাদেশকে স্বাগত জানানো হয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব:
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী
-
১৬তম স্থায়ী প্রতিনিধি: মুহাম্মদ আবদুল মুহিত
বাংলাদেশের জাতিসংঘে ভূমিকা:
বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম বৃহৎ অবদানকারী দেশ। এছাড়া দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) বাস্তবায়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটি সক্রিয় ভূমিকা পালন করছে।

0
Updated: 1 week ago
মধ্যযুগের স্থাপত্য ‘নরউইচ দুর্গ’ কোথায় অবস্থিত?
Created: 1 week ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
ইতালি
D
ইংল্যান্ড
মধ্যযুগে নির্মিত ইংল্যান্ডের নরফোক কাউন্টিতে অবস্থিত নরউইচ ক্যাসেল একটি সাদাপাথরের দুর্গ, যার উচ্চতা ৮৯ ফুট। এটি ইতিহাস ও স্থাপত্যকলা মিলিত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।
-
দুর্গটির নির্মাণ নির্দেশ দেন প্রথম উইলিয়াম, যিনি ১০৬৬ সালে ইংল্যান্ড দখল করে নিজেকে রাজা ঘোষণা করেছিলেন।
-
নির্মাণকাজ সম্পন্ন করেন তাঁর ছেলে রজা প্রথম হেনরি ১১২১ সালে।
-
২০২০ সালে দুর্গটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, যা আধুনিক নিরাপত্তা ও দর্শনীয়তার সঙ্গে ঐতিহাসিক সৌন্দর্য বজায় রাখার লক্ষ্য ছিল।
-
পাঁচ বছরের দীর্ঘ সংস্কারকাজ শেষে ৭ আগস্ট দুর্গটি নতুন সাজে দর্শনার্থীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
-
সংস্কারে মোট ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ৭০ লাখ ডলার।

0
Updated: 1 week ago