A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
লিঁও, ফ্রান্স
উত্তরের বিবরণ
সংক্ষেপে ইন্টারপোল (Interpol):
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
সর্বশেষ সদস্য: পালাউ
-
মূল কাজ: আন্তর্জাতিক অপরাধ তদন্তে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা করা (যেমন – মানবপাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান ইত্যাদি)।
👉 এই টপিক সাধারণত International Organizations / Current Affairs অধ্যায় থেকে আসতে পারে।

0
Updated: 2 weeks ago
পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
Created: 2 weeks ago
A
কলোরাডো মালভূমি
B
তারিম মালভূমি
C
পামীর মালভূমি
D
তিব্বত মালভূমি
পামীর মালভূমি সম্পর্কিত তথ্য
-
উচ্চতা ও বিশেষত্ব:
-
পৃথিবীর উচ্চতম মালভূমি
-
উচ্চতা: প্রায় ৭,৬৪৯ মিটার
-
পরিচিতি: ‘পৃথিবীর ছাদ’
-
-
অবস্থান:
-
মধ্য এশিয়ার দেশগুলিতে বিস্তৃত:
-
তাজিকিস্তান, কিরগিজস্তান, চীন, আফগানিস্তান
-
-

0
Updated: 2 weeks ago
গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কবে?
Created: 2 weeks ago
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
Green Climate Fund (GCF):
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে (COP-16, Cancun, Mexico)।
-
সদরদপ্তর: ইয়েনচিয়ন (Incheon), দক্ষিণ কোরিয়া।
-
মূল উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় (mitigation ও adaptation) অর্থায়ন করা।
-
লক্ষ্যমাত্রা: বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ।
-
গুরুত্ব: এটি UNFCCC-এর আর্থিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক তহবিল।
👉 এই টপিকটি পড়ে "Environment & Climate Change" / "International Organizations" অধ্যায়ে প্রশ্ন আসতে পারে।

0
Updated: 2 weeks ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 2 weeks ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আলোচিত গেরিলা ও রাজনৈতিক দল
বিভিন্ন গেরিলা ও রাজনৈতিক দল
No subjects available.
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 weeks ago