INTERPOL- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
A
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
লিঁও, ফ্রান্স
উত্তরের বিবরণ
সংক্ষেপে ইন্টারপোল (Interpol):
-
পূর্ণরূপ: International Criminal Police Organization
-
প্রতিষ্ঠা: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)
-
সদর দপ্তর: লিঁও, ফ্রান্স
-
ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি
-
সদস্য সংখ্যা: ১৯৬টি (আগস্ট ২০২৫ পর্যন্ত)
-
সর্বশেষ সদস্য: পালাউ
-
মূল কাজ: আন্তর্জাতিক অপরাধ তদন্তে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা করা (যেমন – মানবপাচার, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম, মাদক চোরাচালান ইত্যাদি)।
👉 এই টপিক সাধারণত International Organizations / Current Affairs অধ্যায় থেকে আসতে পারে।

0
Updated: 2 months ago
Ping Pong Diplomacy'র সাথে জড়িত কোন দুটি দেশ?
Created: 3 weeks ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
চীন ও জাপান
D
তাইওয়ান ও জাপান
Ping Pong Diplomacy হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য টেবিল টেনিসের ব্যবহার, যা ইতিহাসে পরিচিত Shuttle Diplomacy নামে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলা ২০ বছরের বৈরি সম্পর্কের সমাপ্তি ঘটায় এবং দুই দেশের কূটনৈতিক সংযোগের নতুন দ্বার উন্মুক্ত করে।
-
১৯৪৯ সালে মাও সেতুং নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে
-
১৯৭১ সালে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রণ জানানো হয়; এটি ১৯৪৯ সালের পর মার্কিন প্রতিনিধির প্রথম চীন সফর ছিল
-
ঐতিহাসিক সফরের পর চীন-মার্কিন সম্পর্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়
-
১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপন সফরে চীন যান
-
১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়
-
১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন, এরপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়
-
টেবিল টেনিস খেলাটি ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয় এবং নামটি ১৯২১-২২ সালে গৃহীত হয়
-
প্রথম বিশ্ব চ্যাম্পিয়নশিপ ১৯২৬ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়; ১৯৩৯ পর্যন্ত খেলায় মধ্য ইউরোপের খেলোয়াড়দের আধিপত্য ছিল
উৎস:

0
Updated: 3 weeks ago
জিব্রাল্টার প্রণালী যুক্ত করেছে-
Created: 2 months ago
A
আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর
D
দক্ষিণ চীন সাগর ও আটলান্টিক মহাসাগর
জিব্রাল্টার প্রণালী
-
অবস্থান ও সংযোগ:
-
ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
-
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।
-
প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
-
-
বিশেষত্ব:
-
উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে আলাদা করেছে।
-
আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্যসাগরকে যুক্ত করা সমুদ্রপ্রণালী।
-
গড় গভীরতা: ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
-
উৎস: World Atlas.

0
Updated: 2 months ago
আল উদেইদ সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
Created: 2 months ago
A
বাহারাইন
B
কুয়েত
C
কাতার
D
ওমান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হলো আল উদেইদ (Al Udeid) সামরিক ঘাঁটি, যা কাতারে অবস্থিত।
মূল তথ্য:
-
অবস্থান: দোহার দক্ষিণ-পশ্চিম, কাতার
-
গড়ে তোলা: ১৯৯৬ সালে, মরুভূমি অঞ্চলে ২৪ হেক্টর এলাকা
-
কাজের ভূমিকা: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) সদর দপ্তর
-
গুরুত্বপূর্ণ ঘটনা: আল উদেইদ ঘাঁটিতে মার্কিন সামরিক বাহিনী ইরানবিরোধী অভিযান পরিচালনা করে
-
তাৎপর্য: মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র
উৎস: সিএনএন নিউজ

0
Updated: 2 months ago