গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয় কবে?
A
২০০৮ সালে
B
২০১০ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
Green Climate Fund (GCF):
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে (COP-16, Cancun, Mexico)।
-
সদরদপ্তর: ইয়েনচিয়ন (Incheon), দক্ষিণ কোরিয়া।
-
মূল উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় (mitigation ও adaptation) অর্থায়ন করা।
-
লক্ষ্যমাত্রা: বছরে 100 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ।
-
গুরুত্ব: এটি UNFCCC-এর আর্থিক প্রক্রিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক তহবিল।
👉 এই টপিকটি পড়ে "Environment & Climate Change" / "International Organizations" অধ্যায়ে প্রশ্ন আসতে পারে।

0
Updated: 2 months ago
’বেলফোর ঘোষণা’ কোন বিষয়টির সাথে সম্পর্কযুক্ত?
Created: 3 weeks ago
A
আয়ারল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠা
B
ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠা
C
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা
D
জাতিসংঘ সদস্য পদ লাভ করা
বেলফোর ঘোষণা (১৯১৭)
-
তারিখ: ২ নভেম্বর, ১৯১৭
-
প্রেক্ষাপট: ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর লিওনেল ওয়াল্টার রথসচাইল্ড (অ্যাংলো-ইহুদি সম্প্রদায়ের নেতা)কে চিঠি প্রেরণ করেন
-
উদ্দেশ্য: প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থন
-
প্রভাব:
-
ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসের প্রতিশ্রুতি দিলেও এর সুনির্দিষ্ট অর্থ বিতর্কিত
-
সাইকস-পিকট চুক্তি ও হুসেইন-ম্যাকমোহন পত্রাচারের সঙ্গে সাংঘর্ষিক
-
১৯৪৮ সালের ১৪ মে ইসরাইল রাষ্ট্রের জন্মের ভিত্তি হিসেবে প্রভাব ফেলে
-
-
মূল নথি: ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত

0
Updated: 2 weeks ago
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
Created: 1 month ago
A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
সিন্ধু সভ্যতা
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
'কার্বন ক্রেডিট’ এর ধারণাটি সর্বপ্রথম কোন সংগঠন দেয়?
Created: 1 month ago
A
UNFCCC
B
IUCN
C
IPCC
D
UNEP
• ১৯৯৭ সালের কিয়োটো প্রোটোকল-এর অধীনে কার্বন ক্রেডিট চালু হয়, যার তত্ত্বাবধানে রয়েছে UNFCCC।
• কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- ‘কার্বন ক্রেডিট’ এর ধারণা দেয় কিয়োটা প্রোটোকল।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- এই চুক্তির মূল বিষয়: গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

0
Updated: 1 month ago