'আবু শায়াফ’ কোন দেশে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী?
A
সোমালিয়া
B
আফগানিস্তান
C
লিবিয়া
D
ফিলিপাইন
উত্তরের বিবরণ
Abu Sayyaf Group (ASG)
-
অর্থ: "তলোয়ারধারী পিতা" / Father of the Sword
-
ধরন: ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন
-
দেশ: ফিলিপাইন (মূলত দক্ষিণাঞ্চল – Mindanao ও Sulu দ্বীপপুঞ্জ)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯১
-
প্রতিষ্ঠাতা: আব্দুররাজাক আবুবাকর জানজালানি
মূল উদ্দেশ্য
-
দক্ষিণ ফিলিপাইনে একটি স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন সরকারের বিরুদ্ধে ‘জিহাদ’
-
শরীয়াহ আইন প্রতিষ্ঠা
উল্লেখযোগ্য ঘটনা
-
২০০০: মালয়েশিয়ার পর্যটক অপহরণ
-
২০০৪: ফেরি বিস্ফোরণ, নিহত ১১৬ (ফিলিপাইনের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা)
-
২০১৬: কানাডিয়ান জিম্মিদের হত্যা
আন্তর্জাতিক স্বীকৃতি
-
যুক্তরাষ্ট্র, ফিলিপাইন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
📌 Source: BBC News

0
Updated: 2 months ago
COMESA কোন ধরণের সংগঠন?
Created: 3 weeks ago
A
পরিবেশবাদী সংস্থা
B
মানবাধিকার সংগঠন
C
সাংস্কৃতিক জোট
D
আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল
COMESA (The Common Market for Eastern and Southern Africa)
-
ধরন: আঞ্চলিক অর্থনৈতিক জোট
-
সংখ্যা: ২১টি দেশ অন্তর্ভুক্ত
-
প্রতিষ্ঠার পূর্বসূরি: Preferential Trade Area (PTA), ১৯৮১ সালে প্রতিষ্ঠিত
-
COMESA প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে
-
সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া
-
উদ্দেশ্য: পূর্ব ও দক্ষিণ আফ্রিকার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ ও সামষ্টিক উন্নয়ন সাধন
-
বৈশিষ্ট্য:
-
অঞ্চলভিত্তিক বাণিজ্য চুক্তি
-
সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পণ্য, সেবা, পুঁজির মুক্ত চলাচল প্রচার
-
দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক
-

0
Updated: 2 weeks ago
ন্যাটোর ইউরোপের বাইরে প্রথম সামরিক অভিযান পরিচালনা করে কোথায়?
Created: 3 weeks ago
A
ইরানে
B
দক্ষিণ সুদানে
C
আফগানিস্তানে
D
ইরাকে
ন্যাটো (NATO – North Atlantic Treaty Organization)
-
পূর্ণরূপ: উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯৪৯ সালে।
-
প্রাথমিক লক্ষ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ও মধ্য ইউরোপে সোভিয়েত সামরিক প্রভাবের ভারসাম্য রক্ষা।
-
ঠান্ডা যুদ্ধ পরবর্তী রূপ: “সহযোগিতামূলক নিরাপত্তা” সংস্থা।
-
মূল নীতি: সম্মিলিত প্রতিরক্ষা নীতি (North Atlantic Treaty, Article 5) – এক সদস্যের ওপর আক্রমণ পুরো ন্যাটোর ওপর আক্রমণ হিসেবে গণ্য।
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ৩২টি (সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত)।
-
প্রথম ইউরোপের বাইরে সামরিক অভিযান: আফগানিস্তান।
-
অন্য ঘটনা: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ন্যাটো অনুচ্ছেদ ৫ কার্যকর করে।

0
Updated: 2 weeks ago
রাশিয়ান গোয়েন্দা সংস্থা KGB-এর বর্তমান নাম কী?
Created: 1 week ago
A
FBI
B
CIA
C
FSB
D
ISB
কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের বিদেশী গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ নজরদারি পরিচালনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
-
কেজিবি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
-
সোভিয়েত ইউনিয়নে এটি কমিউনিস্ট পার্টির ঢাল হিসেবে কাজ করত।
-
কেজিবির দায়িত্বের মধ্যে ছিল দেশের রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষা, সীমান্ত সৈন্যদের তত্ত্বাবধান, এবং জনগণের উপর সাধারণ নজরদারি।
-
কেজিবির বর্তমান নাম হলো Federal Security Service (FSB)।
-
১৯৯৫ সালে রাশিয়ার রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন কেজিবির নাম পরিবর্তন করে FSB রাখেন।

0
Updated: 1 week ago