’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
A
জার্মানির
B
সুইডেনের
C
অস্ট্রেলিয়ার
D
যুক্তরাষ্ট্রের
উত্তরের বিবরণ
Fridays for Future
-
ধরন: জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বৈশ্বিক আন্দোলন।
-
পদ্ধতি: স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশগ্রহণ করে।
-
শুরু: ২০১৮ সালে।
-
উদ্যোক্তা: সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
📌 Source: Fridays for Future Movement Official Website

0
Updated: 2 months ago
'কলম্বিয়া' কোন মহাদেশে অবস্থিত?
Created: 2 months ago
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
উত্তর আমেরিকা
কলম্বিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
কলম্বিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
-
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল।
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: বোগোটা
-
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম, মূলত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: পেসো
-
-
অর্থনীতি ও উৎপাদন:
-
প্রধান অর্থকরী ফসল: কফি
-
বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী
-
দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ
-
-
রাষ্ট্র ও সরকার:
-
রাষ্ট্রপতি প্রধান।
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago
World Economic Forum (WEF) কোন সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৬৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭১ সালে
D
১৯৯১ সালে
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF) হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা, যা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জলবায়ু ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা ও আলোচনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
-
পূর্ণ নাম: World Economic Forum (WEF)
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭১
-
প্রতিষ্ঠাতা: প্রফেসর ক্লাউস শওয়াব (Klaus Schwab)
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
ধরন: অলাভজনক আন্তর্জাতিক সংস্থা
-
উদ্দেশ্য: বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন ও সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের মধ্যে অংশীদারিত্ব ও আলোচনা বৃদ্ধি
বিশেষ আয়োজন
-
WEF-এর সবচেয়ে পরিচিত বার্ষিক আয়োজন হলো “দাভোস সম্মেলন (Davos Summit)”, যা সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয়
উৎস:

0
Updated: 3 weeks ago
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) কত সালে কার্যকর হয়?
Created: 1 week ago
A
১৯৯৬ সাাল
B
১৯৯৭ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯১ সালে
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পূর্ণ শ্রেণির গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে প্যারিসে।
-
চুক্তি কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭।
-
CWC হলো প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করে।
-
উল্লেখযোগ্য: রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর প্রথম আন্তর্জাতিক সীমাবদ্ধতা চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৭৫ সালে, ফ্রান্স ও জার্মানির মধ্যে স্ট্রাসবার্গে, যেখানে বিষযুক্ত বুলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

0
Updated: 1 week ago