A
পারমাণবিক
B
স্থলমাইন
C
রাসায়নিক
D
জৈব রাসায়নিক
উত্তরের বিবরণ
অটোয়া কনভেনশন (Ottawa Convention)
-
অটোয়া কনভেনশন, যা “Mine Ban Treaty” বা “স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি” নামেও পরিচিত।
-
এই চুক্তি অ্যান্টি-পার্সোনেল ল্যান্ডমাইন (Anti-Personnel Landmines) এর ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ডিসেম্বর ১৯৯৭ সালে কানাডার রাজধানী অটোয়ায়।
-
কার্যকর: ১ মার্চ ১৯৯৯ থেকে।
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী স্থলমাইন ব্যবহার বন্ধ করা এবং মানবিক ক্ষতি হ্রাস করা।
অংশগ্রহণকারী দেশসমূহ
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির সদস্য।
-
স্বাক্ষরকারী কিন্তু অননুমোদিত দেশ: মার্শাল দ্বীপপুঞ্জ।
-
অ-স্বাক্ষরকারী দেশ: ৩৪টি দেশ, এর মধ্যে উল্লেখযোগ্য—
-
যুক্তরাষ্ট্র (USA)
-
রাশিয়া (Russia)
-
চীন (China)
-
প্রভাব ও গুরুত্ব
-
এই চুক্তির ফলে স্বাক্ষরকারী দেশগুলো মাইন ধ্বংস করেছে এবং ব্যবহার বন্ধ করেছে।
-
অ-স্বাক্ষরকারী অনেক দেশও বাস্তবে চুক্তির শর্ত মানছে এবং মজুদ ধ্বংস করছে।
-
স্থলমাইন দ্বারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশসমূহ হলো:
-
আফগানিস্তান,
-
অ্যাঙ্গোলা,
-
কম্বোডিয়া,
-
চাদ,
-
ইরাক,
-
ইউক্রেন।
-

0
Updated: 2 weeks ago
কপ-৩০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
Created: 2 weeks ago
A
ব্রাজিল
B
দক্ষিণ আফ্রিকা
C
অস্ট্রিয়া
D
কেনিয়া
COP সম্মেলন (Conference of the Parties)
-
পূর্ণ নাম: Conference of the Parties
-
উদ্দেশ্য:
-
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নীতি নির্ধারণ
-
কার্বন নির্গমন হ্রাস
-
অভিযোজন (Adaptation) কৌশল নির্ধারণ
-
-
ইতিহাস:
-
প্রথম COP সম্মেলন: ১৯৫৫, বার্লিন, জার্মানি
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে অনুষ্ঠিত
-
-
বর্তমান ও ভবিষ্যৎ:
-
COP-29 অনুষ্ঠিত হয়েছে আজারবাইজান
-
COP-30 হবে বেলেম, ব্রাজিল
-
সময়: 10–21 নভেম্বর, 2025
-
উৎস: UN Climate Change Secretariat

0
Updated: 2 weeks ago
OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
Created: 2 weeks ago
A
২০১০ সালে
B
২০০৭ সালে
C
২০১৩ সালে
D
২০১৫ সালে
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৭
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: ১৯৩টি
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
ইসরায়েল স্বাক্ষর করলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি
-
বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করেছে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
উল্লেখযোগ্য অর্জন: OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
বিশ্বের চিনির ভান্ডার নামে কোন দেশটি পরিচিত?
Created: 2 weeks ago
A
ইন্দোনেশিয়া
B
গাম্বিয়া
C
কিউবা
D
প্যারাগুয়ে
কিউবার ভৌগলিক উপনাম
-
উপনাম: "বিশ্বের চিনি ভাণ্ডার"
-
কারণ:
-
বিশাল আখ চাষ
-
ঐতিহাসিক চিনি উৎপাদন ও রপ্তানি
-
দেশের অর্থনীতি মূলত চিনি ও আখ নির্ভর
-
-
প্রধান অর্থকরী ফসল: আখ
-
বিশেষত্ব:
-
উষ্ণ আবহাওয়া ও উর্বর মাটি আখ চাষের জন্য উপযোগী
-
১৮শ ও ১৯শ শতাব্দীতে বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ ছিল
-
স্প্যানিশ উপনিবেশিক যুগে আখ চাষ ও ইউরোপে রপ্তানি শুরু
-
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago