A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
প্রধান বিচারপতি
D
স্বরাষ্ট্রমন্ত্রী
উত্তরের বিবরণ
রাষ্ট্রপতি দণ্ড মার্জনার ক্ষমতা রাখেন।
৪৯ অনুচ্ছেদ অনুসারে:
-
কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে-কোনো দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে।
-
রাষ্ট্রপতির ক্ষমতার অন্তর্ভুক্ত হলো দণ্ড মওকুফ, স্থগিত অথবা হ্রাস করাও।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা:
কেউ রাষ্ট্রপতি হতে পারবেন না, যদি—
-
তাঁর বয়স ৩৫ বছরের কম হয়,
-
তিনি সংসদ-সদস্য হওয়ার যোগ্য না হন, অথবা
-
তাঁকে কোনো সময় সংবিধান অনুযায়ী অভিশংসন (অভিযোগ প্রমাণিত হয়ে অপসারণ) করা হয়ে থাকে।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 2 weeks ago
কে সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন?
Created: 2 weeks ago
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
সংসদ
D
প্রধান নির্বাচন কমিশনার
সুপ্রীম কোর্টের গঠন
-
বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রীম কোর্ট।
-
সুপ্রীম কোর্টের প্রধান হল প্রধান বিচারপতি।
-
এ আদালতের দুটি বিভাগ রয়েছে:
-
হাইকোর্ট বিভাগ
-
আপিল বিভাগ
-
উল্লেখ্য:
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
কোনো বাংলাদেশী নাগরিক যদি ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা রাখেন বা ১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকরি করেন, তবে তিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ লাভের যোগ্য বলে বিবেচিত হন।
সূত্র:
-
পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago