বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
উত্তরের বিবরণ
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica

0
Updated: 2 months ago
’শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?
Created: 2 months ago
A
কলম্বিয়া
B
ভেনেজুয়েলা
C
পেরু
D
ফিলিপাইন
শাইনিং পাথ (Shining Path)
-
সংজ্ঞা: পেরুর অস্ত্রধারী কমিউনিস্ট গেরিলা সংগঠন
-
প্রতিষ্ঠা: ১৯৭০ সালে কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে
-
প্রতিষ্ঠাতা: আবিমায়েল গুজম্যান
-
বর্তমান অবস্থা: কর্মকাণ্ড স্তিমিত
-
উল্লেখযোগ্য অন্যান্য গেরিলা সংগঠন: টুপাক আমারু
গুরুত্বপূর্ণ তথ্য:
-
প্রতিষ্ঠাতার গ্রেপ্তার: ১৯৯২ সালে লিমা
-
কিছু সদস্য বর্তমানে মাদক পাচার ও অপরাধচক্রে যুক্ত
-
পেরু সরকার শাইনিং পাথকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 months ago
বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
Created: 1 week ago
A
ইরান
B
আফগানিস্তান
C
পাকিস্তান
D
ভারত
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হলো পাকিস্তানের একটি স্বাধীনতাকামী সংগঠন, যা পুরো বেলুচিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে কাজ করে।
-
বিএলএ আত্মপ্রকাশ করে ২০০০-এর দশকের শুরুতে।
-
পাকিস্তান সরকার ও কয়েকটি পশ্চিমা দেশ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
-
অন্যান্য তুলনামূলক নরমপন্থী বেলুচ জাতীয়তাবাদী দলের মতো, বিএলএ পাকিস্তানের অংশ হিসেবে টিকে থাকতে চায় না।
-
এর লক্ষ্য হলো সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা করা।

0
Updated: 1 week ago
'লস্কর-ই-তৈয়বা' কোন ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
আরব মানবাধিকার সংস্থা
B
ভারতের বামপন্থী দল
C
পাকিস্তানি জঙ্গি সংগঠন
D
মহাকাশ গবেষণা সংস্থা
লস্কর-ই-তৈয়বা
-
অর্থ: “শুদ্ধদের বাহিনী” বা “Army of the Pure”
-
সংজ্ঞা: পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন, যা মূলত ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকায় তৎপর।
-
অঞ্চল: কাশ্মীর উপত্যকায় কার্যক্রম হলেও এর পরিচালনা পাকিস্তান থেকে হয়।
-
ধর্মীয় প্রভাব: সুন্নি ইসলামের ওয়াহাবি সম্প্রদায় দ্বারা প্রভাবিত।
-
প্রতিষ্ঠাতা: হাফিজ সাঈদ
-
প্রতিষ্ঠার সময়: ১৯৮০ সালের দিকে
-
প্রথম অনুপ্রবেশ: ১৯৯৩ সালে জম্মু ও কাশ্মীরে
সংশ্লিষ্ট সংগঠন:
-
জামাত-উদ-দাওয়া (Jamaat-ud-Dawa): লস্কর-এর মূল সামাজিক-মুখো সংগঠন।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 2 months ago