সুন্দা প্রণালী কোন দুটি সমুদ্র বা সাগরকে যুক্ত করে?
A
ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর
B
ভারত মহাসাগর ও জাভা সাগর
C
জাভা সাগর ও চীন সাগর
D
আরব সাগর ও দক্ষিণ চীন সাগর
উত্তরের বিবরণ
সুন্দা প্রণালী
-
সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে।
-
এটি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ ও সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে।
-
সুন্দা প্রণালী ছাড়া আরও একটি প্রণালী, মালাক্কা প্রণালী, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে।
-
সুন্দা প্রণালীর সর্বনিম্ন প্রস্থ প্রায় ২৪ কি.মি এবং সর্বনিম্ন গভীরতা প্রায় ২০ মিটার।
অন্যান্য প্রণালী
-
পক প্রণালী: ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।
-
ফরমোজা প্রণালী: প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরকে যুক্ত করেছে।
-
জিব্রাল্টার প্রণালী: ভূমধ্যসাগরকে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে।
উৎস: WorldAtlas

0
Updated: 2 months ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।

0
Updated: 2 months ago
'পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন' গ্রন্থের লেখক কে?
Created: 1 week ago
A
অধ্যাপক আব্দুর রাজ্জাক
B
অধ্যাপক আনিসুজ্জামান
C
অধ্যাপক নজরুল ইসলাম
D
অধ্যাপক যতীন সরকার
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৫৫টির বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন এবং বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তাঁর প্রথম গ্রন্থ ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
-
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ (২০০৫) তাঁর একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত।
-
অধ্যাপক যতীন সরকার ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র’ নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
-
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।
-
লেখক হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
স্বাধীনতা পুরস্কার (২০১০)
-
বাংলা একাডেমি সাহিত্য পদক (২০০৭)
-
প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার (২০০৫), বিশেষ করে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য
-
-
এছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
গত ১৩ আগস্ট, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক যতীন সরকারের মৃত্যু ঘটে।

0
Updated: 1 week ago
'AUKUS' জোটের সদস্যদেশ কোনগুলো?
Created: 2 weeks ago
A
জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া
B
রাশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য
C
অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র
D
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
AUKUS হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি, যা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত।
-
চুক্তির অংশগ্রহণকারী দেশ: অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সক্ষমতা বৃদ্ধি
-
কার্যকর হওয়ার তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২১
-
মূল সুবিধা: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে

0
Updated: 2 weeks ago