A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
উত্তরের বিবরণ
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com

0
Updated: 2 weeks ago
নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকার অংশ?
Created: 2 weeks ago
A
ইথিওপিয়া
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
উপরের সবগুলো
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa)
-
অবস্থান: পূর্ব আফ্রিকা
-
ভূগোল: আফ্রিকার মানচিত্রে উত্তর-পূর্ব অংশে শিং-এর মতো বর্ধিত অঞ্চল
-
অংশ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া
-
উপদ্বীপ: হর্নের কিছু অংশকে সোমালি উপদ্বীপও বলা হয়
-
প্রধান ভূ-অঞ্চল:
-
ইথিওপিয়ান মালভূমি (উচ্চভূমি)
-
ওগাডেন মরুভূমি
-
ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল
-
-
জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি
-
উপকূল: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর
-
ইতিহাস: দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 weeks ago
’সাদা হাতির দেশ’ বলা হয়-
Created: 2 weeks ago
A
শ্রীলঙ্কা
B
থাইল্যান্ড
C
নিউজিল্যান্ড
D
বাহারাইন
ভৌগলিক উপনাম ও তাদের দেশসমূহ
সাদা হাতির দেশ: থাইল্যান্ড
সাদা হাতি থাইল্যান্ডে পবিত্র, রাজকীয় ও সৌভাগ্যের প্রতীক।
ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
লিলি ফুলের দেশ: কানাডা
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
সিল্ক রুটের দেশ: ইরান
মার্বেলের দেশ: ইতালি
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
নিচের কোন দেশটি APEC-এর সদস্য?
Created: 2 weeks ago
A
বাংলাদেশ
B
বাংলাদেশ
C
ভিয়েতনাম
D
পাকিস্তান

0
Updated: 2 weeks ago