টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
উত্তরের বিবরণ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica

0
Updated: 2 months ago
‘লুভর মিউজিয়াম’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
ফ্রান্স
B
জার্মানি
C
জাপান
D
বেলজিয়াম
লুভর মিউজিয়াম হলো ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্বখ্যাত শিল্পকলা জাদুঘর, যা শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক।
-
অবস্থান: প্যারিস, ফ্রান্স; সীন নদীর ডান তীরে
-
প্রতিষ্ঠা: ১৭৯৩ সালে ফরাসি বিপ্লবের সময় সরকারি যাদুঘর হিসেবে উদ্বোধন
-
মূল ভবনটি ১২শ শতকে নির্মিত একটি দুর্গ, যা পরে রাজপ্রাসাদে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে জাদুঘরে পরিণত হয়
বিশেষত্ব:
-
বিশ্বের সবচেয়ে বড় শিল্পকলা জাদুঘর এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ
-
সংগ্রহে আছে ৩৮০,০০০-এর বেশি শিল্পকর্ম, যার মধ্যে প্রায় ৩৫,০০০টি প্রদর্শিত হয়
-
শিল্পকর্মের সময়সীমা প্রাগৈতিহাসিক যুগ থেকে ২১শ শতক পর্যন্ত বিস্তৃত
প্রসিদ্ধ শিল্পকর্মসমূহ:
-
মোনা লিসা, লিওনার্দো দা ভিঞ্চি
-
ভেনাস দ্য মাইলো, প্রাচীন গ্রিক ভাস্কর্য
-
উইংড ভিক্টরি অব সামোথ্রেস, গ্রিক ভাস্কর্য
-
দ্য র্যাফট অব দ্য মেডুসা, থিওডোর জেরিকো
উৎস:

0
Updated: 1 month ago
নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
Created: 2 months ago
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
ভুটান
নিশীথ সূর্যের দেশ
-
উপনাম: নিশীথ সূর্যের দেশ
-
দেশ: নরওয়ে
-
কারণ:
-
নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না
-
এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা দেশের জন্য উপাধি প্রদান করেছে
-
-
ভূ-অবস্থান ও অক্ষাংশ:
-
নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত
-
মে থেকে জুলাই মাসে সূর্য একেবারেই অস্তায় না, ফলে মধ্যরাতে সূর্য দেখা যায়
-
উৎস: Britannica.com

0
Updated: 2 months ago
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (MSC) প্রথম কবে অনুষ্ঠিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৫১ সালে
B
১৯৫৩ সালে
C
১৯৬১ সালে
D
১৯৬৩ সালে
মিউনিখ নিরাপত্তা সম্মেলন (Munich Security Conference - MSC) হলো একটি বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন, যা নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আয়োজন করা হয়। এটি সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৬৩ সালে এবং বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সম্মেলন হিসেবে বিবেচিত। সম্মেলনের মূল লক্ষ্য হলো বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলো আলোচনা করা এবং সমাধান খোঁজা। এটি প্রতি বছর ফেব্রুয়ারিতে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, কূটনীতিক এবং নিরাপত্তা বিশ্লেষকরা অংশ নেন।
-
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের প্রধান দুই উদ্যোক্তা: এভাল্ড ভন ক্লাইস্ট ও হোর্স্ট টেল্টশিক
-
প্রথম এক দশক শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটভুক্ত দেশ অংশগ্রহণ করত
-
স্নায়ুযুদ্ধের অবসানের পর, উদ্যোক্তারা সম্মেলনকে বিশ্বজনীন রূপ দেওয়ার জন্য নতুন রূপরেখা তৈরি করেন
-
এরপর থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করে পারস্পরিক সম্পর্ক ও সমস্যা নিয়ে আলোচনা করছেন
-
২০২৫ সালে অনুষ্ঠিত হবে ৬১তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন
উৎস:

0
Updated: 3 weeks ago