A
ওমান উপসাগর
B
লোহিত সাগর
C
পারস্য উপসাগর
D
আরব সাগর
উত্তরের বিবরণ
'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে।
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।
উৎস ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
Created: 2 weeks ago
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
Created: 2 weeks ago
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়
No subjects available.
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
Created: 2 weeks ago
A
সুরিনাম
B
চিলি
C
পেরু
D
বলিভিয়া
দক্ষিণ আমেরিকা (South America) সম্পর্কে তথ্য
-
আয়তন ও আকৃতি:
-
দক্ষিণ আমেরিকা হলো চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতি।
-
-
প্রধান শিখর ও নদী:
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া
-
দীর্ঘতম ও পৃথিবীর প্রশস্ততম নদী: আমাজান
-
-
দেশ ও দ্বীপপুঞ্জ:
-
মোট ১২টি স্বাধীন দেশ রয়েছে।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল
-
আয়তনে ক্ষুদ্রতম দেশ: সুরিনাম
-
ফকল্যান্ড দ্বীপ মহাদেশের অন্তর্গত।
-
-
অন্যান্য বৈশিষ্ট্য:
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
-
তথ্যসূত্র: Worldatlas.com & Britannica.com

0
Updated: 2 weeks ago