"The Pilgrim's Progress" is a literary work from -
A
Renaissance period
B
Middle English period
C
The Neoclassical Period
D
Anglo-Saxon period
উত্তরের বিবরণ
"The Pilgrim’s Progress" হলো John Bunyan-এর লেখা, সাহিত্যকর্মটি নিওক্লাসিক্যাল যুগের অন্তর্ভুক্ত।
The Pilgrim's Progress:
- ১৬৭৮ সালে লেখা John Bunyan এর The Pilgrim's Progress is a famous religious allegory prose.
- The Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম এটি।
- এই religious allegory prose টি বিশদ ভাবে puritan religious outlook প্রকাশ করে।
- The work is a symbolic vision of the good man's pilgrimage through life.
- জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
- মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে The Pilgrim's Progress এখন পর্যন্ত সব থেকে popular Christian allegory.
John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক তিনি।
- তিনি একাধারে English minister, preacher ও author.
Notable works:
- Grace Abounding,
- The Holy War,
- The Life and Death of Mr. Badman,
- The Pilgrim’s Progress.
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
2
Updated: 6 months ago
To complete the sentence: This an exception ____ the rule. We need-
Created: 1 day ago
A
to
B
for
C
on
D
at
বাক্যটি “This an exception ____ the rule.” সম্পূর্ণ করতে উপযুক্ত preposition হবে ‘to’, অর্থাৎ সঠিক বাক্যটি হবে “This is an exception to the rule.” ইংরেজি ভাষায় নির্দিষ্ট কিছু noun বা adjective সবসময় নির্দিষ্ট preposition-এর সঙ্গে ব্যবহার হয়, যাকে বলা হয় fixed prepositional collocation। “Exception” শব্দটি তার অন্যতম উদাহরণ, যা সবসময় ‘to’ preposition-এর সঙ্গে ব্যবহৃত হয় যখন কোনো সাধারণ নিয়ম বা প্রথার বাইরে কোনো বিষয়কে বোঝানো হয়।
‘Exception’ মানে হলো কোনো কিছুর সাধারণ নিয়ম বা ধারার বাইরে থাকা ঘটনা, ব্যক্তি বা অবস্থা। তাই যখন আমরা বলি “an exception to the rule”, তখন এর অর্থ দাঁড়ায়—এই ঘটনাটি বা বিষয়টি সেই নির্দিষ্ট নিয়মের ব্যতিক্রম বা বাইরে অবস্থিত। উদাহরণ হিসেবে বলা যায়, Everyone must wear uniform, but John is an exception to the rule. অর্থাৎ সবাইকে ইউনিফর্ম পরতে হয়, কিন্তু জন হলো সেই নিয়মের ব্যতিক্রম। এখানে ‘to’ শব্দটি ‘exception’ এবং ‘rule’-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখায় যে ব্যতিক্রমটি কোন নিয়মের সঙ্গে সম্পর্কিত।
অন্য বিকল্পগুলো অর্থগতভাবে ও ব্যাকরণগতভাবে সঠিক নয়। ‘For’ সাধারণত উদ্দেশ্য বা প্রাপক বোঝাতে ব্যবহৃত হয়, যেমন This gift is for you. কিন্তু এখানে উদ্দেশ্য নয়, বরং কোনো নিয়মের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই ‘for’ প্রযোজ্য নয়। ‘On’ ব্যবহৃত হয় স্থান, সময় বা নির্ভরতার অর্থে, যেমন on the table, on Monday, on duty—এখানে ‘exception’ শব্দের সঙ্গে কোনো প্রাসঙ্গিকতা তৈরি হয় না। একইভাবে, ‘at’ preposition স্থান বা অবস্থান বোঝায়, যেমন at home, at school, কিন্তু এটি কোনো নিয়ম থেকে বিচ্যুতি প্রকাশ করতে সক্ষম নয়।
‘Exception to’ একটি বহুল প্রচলিত ও গৃহীত phrase, যা formal এবং informal উভয় ধরনের ইংরেজি লেখায় ব্যবহৃত হয়। এটি নিয়ম, বিধান, আইন বা প্রথার ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত আচরণ বা সাধারণ প্রবণতার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। যেমন—He is usually punctual, but today he made an exception to his habit. এখানে ‘exception to’ ব্যবহৃত হয়ে বোঝানো হয়েছে যে আজকের দিনটি তার স্বাভাবিক অভ্যাস থেকে আলাদা একটি ঘটনা।
তাছাড়া, ইংরেজি ভাষায় “to” preposition অনেক সময় গন্তব্য, উদ্দেশ্য বা সম্পর্কের দিক নির্দেশ করে। “Exception to the rule” ক্ষেত্রে এটি সম্পর্কের দিকেই ইঙ্গিত দেয়—একটি ব্যতিক্রম কোনো নির্দিষ্ট নিয়মের সঙ্গে সম্পর্কিত বা সেই নিয়মের বিরোধিতা করছে। এভাবে বাক্যের অর্থ দাঁড়ায়: এই ঘটনাটি সাধারণ নিয়মের আওতাভুক্ত নয়।
সবশেষে বলা যায়, বাক্যটি সম্পূর্ণ করার জন্য ‘to’-ই একমাত্র সঠিক preposition, কারণ এটি ইংরেজি ভাষার স্বীকৃত collocation এবং অর্থগতভাবে নিয়ম থেকে ব্যতিক্রম বোঝাতে যথার্থ। সুতরাং সঠিক উত্তর ক) to।
0
Updated: 1 day ago
The line "Fools that will laugh on earth, most weep in hell" appears in which play?
Created: 2 months ago
A
The Tempest
B
Macbeth
C
Doctor Faustus
D
Othello
Line:
"Fools that will laugh on earth, most weep in hell" — appears in Doctor Faustus.
Doctor Faustus
-
Author: Christopher Marlowe
-
Full Title: The Tragicall History of D. Faustus
-
Published: 1604
-
Structure: 5 acts, tragedy
Summary:
Faustus, a scholar, sells his soul to Mephistopheles for 24 years of unlimited power. Despite opportunities to repent, he ultimately remains bound to his pact and is dragged to hell.
Important Characters:
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel & The Evil Angel
-
Wagner
-
The Old Man
Notable Quotes:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"Money can't buy love, but it improves your bargaining position."
-
"He that loves pleasure must for pleasure fall."
About Christopher Marlowe:
-
Elizabethan poet, called The Father of English Tragedy
-
Part of the University Wits
-
Other Works: The Jew of Malta, Tamburlaine the Great, Dido, Queen of Carthage
Note: The other options (The Tempest, Macbeth, Othello) are all by William Shakespeare.
0
Updated: 2 months ago
Sidney
criticizes bad poets but defends the art of poetry itself.
Created: 5 months ago
A
False
B
None
C
True
D
Both
Coming...
0
Updated: 5 months ago