A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
উত্তরের বিবরণ
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 3 months ago
Who does Sidney mention as an example of a bad poet?
Created: 2 months ago
A
Aristotle
B
Chaucer
C
Xenophon
D
Modern English playwrights
Sidney সমসাময়িক ইংরেজ নাট্যকারদের উদাহরণ হিসেবে উল্লেখ করেন, যাদের নাটকগুলি তিনি "খারাপ কবিতা" বা নিম্নমানের বলে মনে করেন। তিনি বলেন, এদের নাটকে ট্র্যাজেডি ও কমেডির যথাযথ সংমিশ্রণ নেই, নীতিশিক্ষাও নেই, এবং তারা দর্শকদের চরিত্র গঠনের বদলে কেবল বিনোদনের দিকে মনোযোগ দেয়। এজন্যই Sidney এদের ভালো কবি বা নাট্যকার বলে মনে করেন না।

0
Updated: 2 months ago
Sidney
calls poetry a “________ picture” that both teaches and pleases.
Created: 2 months ago
A
Talking
B
Nothing
C
Stealing
D
Speaking
Coming..

0
Updated: 2 months ago
Who wrote "Biographia Literaria"?
Created: 2 days ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com

0
Updated: 2 days ago