Gorboduc is known as the ________.
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
উত্তরের বিবরণ
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.

0
Updated: 5 months ago
Rabbi Ben Ezra is a/an -
Created: 2 days ago
A
lyric poem
B
sonnet
C
dramatic monologue
D
None of these
Rabbi Ben Ezra হলো Robert Browning-এর একটি বিখ্যাত কবিতা, যা একটি dramatic monologue এবং ১৮৬৪ সালে তাঁর Dramatis Personae সংকলনের অংশ হিসেবে প্রকাশিত হয়। কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন ও ধর্মীয় দর্শন নিয়ে আলোচনা করেন।
-
কবিতা মূলত Browning-এর ধর্মীয় দর্শনকে উপস্থাপন করে।
-
Rabbi Ben Ezra বিশ্বাস করেন জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
-
কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাতে গঠিত, এবং নির্দেশ করে যে একজন ব্যক্তির মূল্য তার কাজের দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।
Robert Browning:
-
একজন British poet, বিশেষভাবে dramatic monologue-এ দক্ষ।
-
তাঁর স্ত্রী Elizabeth Barrett Browningও তখনকার সময়ের একজন প্রখ্যাত কবি ছিলেন।
উল্লেখযোগ্য কাব্যকর্মসমূহ:
-
My Last Duchess
-
The Pied Piper of Hamelin
-
Fra Lippo Lippi
-
Andrea del Sarto
নাটক:
-
Browning-এর প্রথম নাটক Strafford (1837), যা মাত্র পাঁচটি প্রদর্শনের পর বন্ধ হয়।
উৎস:

0
Updated: 2 days ago
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
This famous line is spoken by-
Created: 4 days ago
A
Three Witches
B
Lady Macbeth
C
Macbeth
D
Duncan
“All the perfumes of Arabia will not sweeten this little hand” হলো William Shakespeare-এর বিখ্যাত নাটক Macbeth-এর একটি উদ্ধৃতি, যা Lady Macbeth Act V, Scene I-তে উচ্চারণ করেছিলেন। এই উক্তি তার গভীর অনুশোচনা ও অপরাধবোধকে প্রকাশ করে। নিচে নাটকটির প্রেক্ষাপট, চরিত্র ও লেখক সম্পর্কিত তথ্য দেওয়া হলো।
-
Macbeth হলো Shakespeare-এর অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি, যেখানে একজন স্কটিশ অভিজাত ব্যক্তির পতনের কাহিনি তুলে ধরা হয়েছে।
-
এই ট্র্যাজেডিটি ১৬০৬-০৭ সালের দিকে রচিত হয় এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
-
Shakespeare রচিত ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত।
-
নাটকটি Scottish Play নামেও পরিচিত।
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর একজন বিশ্বস্ত সেনাপতি।
-
স্ত্রীর প্ররোচনায় Macbeth রাজা Duncan-কে হত্যা করেন।
-
পরবর্তীতে Lady Macbeth অনুশোচনায় দগ্ধ হয়ে মানসিক ভারসাম্য হারান এবং পাগলপ্রায় অবস্থায় পতিত হন।
-
ধারণা করা হয় নাটকটি The Gunpowder Plot of 1605 (King James I of England এবং VI of Scotland-কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা)-এর প্রভাব থেকে রচিত হয়েছিল।
প্রধান চরিত্রসমূহ
-
Macbeth
-
Lady Macbeth
-
Duncan
-
Banquo
-
Three Witches ইত্যাদি
Macbeth-এর কিছু বিখ্যাত উক্তি
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Fair is foul, and foul is fair."
-
"Life is but a walking shadow."
-
"What's done cannot be undone."
-
"Life is a tale told by an idiot."
-
"Your face is a book, where man may read strange matters."
William Shakespeare (1564–1616)
-
জন্ম Stratford-upon-Avon-এ।
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং actor।
-
তাঁকে English national poet বলা হয়।
-
তাঁকে Bard of Avon বা Swan of Avon নামেও অভিহিত করা হয়।
-
Shakespeare মোট ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
কিছু উল্লেখযোগ্য রচনা
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar।
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream।
-
Poem: Shall I Compare Thee to a Summer’s Day (Sonnet 18), The Rape of Lucrece, Venus and Adonis।

0
Updated: 4 days ago
What is the usual syllable count in a line of iambic pentameter?
Created: 1 month ago
A
8 syllables
B
10 syllables
C
12 syllables
D
14 syllables

0
Updated: 1 month ago