আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
A
ওমান উপসাগর
B
লোহিত সাগর
C
পারস্য উপসাগর
D
আরব সাগর
উত্তরের বিবরণ
'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে।
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।
উৎস ব্রিটানিকা।

0
Updated: 2 months ago
ANZUS- সামরিক জোটের সদস্য রাষ্ট্র-
Created: 2 months ago
A
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
B
কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র
C
যুক্তরাষ্ট্র ,কানাডা, ও নিউজিল্যান্ড
D
অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য
ANZUS
-
পূর্ণরূপ: Australia, New Zealand, United States Security Treaty
-
ধরন: সামরিক জোট
-
প্রতিষ্ঠাকাল: ১ সেপ্টেম্বর ১৯৫১
-
সদস্য সংখ্যা: ৩টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র
উৎস: ANZUS ওয়েবসাইট

0
Updated: 2 months ago
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
Created: 1 month ago
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

0
Updated: 1 month ago
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র কী?
Created: 3 weeks ago
A
Truth and Loyalty
B
Be Prepared
C
Duty First
D
Always Active
স্কাউট আন্দোলনের মূলমন্ত্র হলো "Be Prepared" (প্রস্তুত থাকো)। এটি বিশ্বব্যাপী তরুণদের চরিত্র, নেতৃত্ব ও দায়িত্ববোধ গঠনের এক অনন্য সামাজিক আন্দোলন।
-
প্রতিষ্ঠার সাল: ১৯০৭
-
প্রতিষ্ঠাতা: রবার্ট ব্যাডেন-পাওয়েল (Robert Baden-Powell)
-
প্রথম স্কাউট ক্যাম্প: ব্রাউনসি দ্বীপ, ইংল্যান্ড (১৯০৭)
-
মূল সংগঠন: World Organization of the Scout Movement (WOSM)
-
প্রধান কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড
মূল উদ্দেশ্য
-
তরুণদের শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক বিকাশ ঘটিয়ে ভালো নাগরিক তৈরি করা
-
মূলমন্ত্র (Motto): "Be Prepared" (প্রস্তুত থাকো)
-
মূলনীতি: কর্তব্যপরায়ণতা, সাহায্যকারিতা ও চরিত্রগঠন
ঐতিহাসিক তথ্য
-
১৯০৮: রবার্ট ব্যাডেন-পাওয়েলের লেখা “Scouting for Boys” বই প্রকাশিত হয়, যা আন্দোলনের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
-
১৯১০: নারীদের জন্য Girl Guides প্রতিষ্ঠিত হয়
-
১৯২০: প্রথম World Scout Jamboree অনুষ্ঠিত হয় লন্ডনে
-
১৯২২: World Organization of the Scout Movement (WOSM) গঠিত হয়
-
বাংলাদেশ স্কাউটস: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago