A
সাহারা মরুভূমি
B
আরব মরুভূমি
C
কালাহারি মরুভূমি
D
গোবি মরুভূমি
উত্তরের বিবরণ
সাহারা মরুভূমি
-
আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার।
-
পরিচিতি: বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি।
-
আকারের দিক থেকে: বিশ্বের ৩য় বৃহত্তম মরুভূমি
-
(১ম অ্যান্টার্কটিকা, ২য় আর্কটিক)।
-
-
অবস্থান: আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% এলাকা জুড়ে বিস্তৃত।
-
বিস্তৃত দেশসমূহ: ১১টি দেশ
-
আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
-

0
Updated: 2 weeks ago
আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?
Created: 2 weeks ago
A
সুরিনাম
B
চিলি
C
পেরু
D
বলিভিয়া
দক্ষিণ আমেরিকা (South America) সম্পর্কে তথ্য
-
আয়তন ও আকৃতি:
-
দক্ষিণ আমেরিকা হলো চতুর্থ বৃহত্তম মহাদেশ।
-
মহাদেশের আকৃতি ত্রিকোণাকৃতি।
-
-
প্রধান শিখর ও নদী:
-
সর্বোচ্চ স্থান: আকাঙ্কাগুয়া
-
দীর্ঘতম ও পৃথিবীর প্রশস্ততম নদী: আমাজান
-
-
দেশ ও দ্বীপপুঞ্জ:
-
মোট ১২টি স্বাধীন দেশ রয়েছে।
-
আয়তনে বৃহত্তম দেশ: ব্রাজিল
-
আয়তনে ক্ষুদ্রতম দেশ: সুরিনাম
-
ফকল্যান্ড দ্বীপ মহাদেশের অন্তর্গত।
-
-
অন্যান্য বৈশিষ্ট্য:
-
ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ’ বলা হয়।
-
নিরক্ষরেখা মহাদেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।
-
তথ্যসূত্র: Worldatlas.com & Britannica.com

0
Updated: 2 weeks ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 3 days ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
No subjects available.
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 3 days ago
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১৪ ফেব্রুয়ারি
B
২২ এপ্রিল
C
৪ অক্টোবর
D
৫ জুন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বিশ্ব পানি দিবস - (World Water Day)
No subjects available.
বিশ্ব প্রাণী দিবস
-
প্রতিষ্ঠা: ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
উদ্দেশ্য: প্রাণীদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষা করা।
-
পর্যবেক্ষক সংস্থা: সারাবিশ্বে দিবসটি যুক্তরাজ্যভিত্তিক ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন পালন করে।
পরিবেশ ভিত্তিক অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস: ৫ জুন
-
বিশ্ব নারী দিবস: ৮ মার্চ
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর
-
আন্তর্জাতিক ধরিত্রী দিবস: ২২ এপ্রিল
-
আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস: ৩১ মে
-
আন্তর্জাতিক ওজোন দিবস: ১৬ সেপ্টেম্বর
উৎস: Naturewatch Foundation ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago