নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি-
A
সাহারা মরুভূমি
B
আরব মরুভূমি
C
কালাহারি মরুভূমি
D
গোবি মরুভূমি
উত্তরের বিবরণ
সাহারা মরুভূমি
-
আয়তন: প্রায় ৯,২০০,০০০ বর্গকিলোমিটার।
-
পরিচিতি: বিশ্বের বৃহত্তম উষ্ণ (গরম) মরুভূমি।
-
আকারের দিক থেকে: বিশ্বের ৩য় বৃহত্তম মরুভূমি
-
(১ম অ্যান্টার্কটিকা, ২য় আর্কটিক)।
-
-
অবস্থান: আফ্রিকা মহাদেশের প্রায় ৩১% এলাকা জুড়ে বিস্তৃত।
-
বিস্তৃত দেশসমূহ: ১১টি দেশ
-
আলজেরিয়া, মিশর, লিবিয়া, সুদান, মরক্কো, তিউনিশিয়া, চাঁদ, মালি, নাইজার, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
-

0
Updated: 2 months ago
ন্যাটোর কোন অনুচ্ছেদে 'Open Door Policy' সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ - ৬
B
অনুচ্ছেদ - ৮
C
অনুচ্ছেদ - ১০
D
অনুচ্ছেদ - ১২
ন্যাটো (NATO) হলো একটি সামরিক ও প্রতিরক্ষা জোট, যার প্রতিষ্ঠার চুক্তিটি ১৪টি অনুচ্ছেদে বিন্যস্ত। ন্যাটোর সদস্য হওয়ার জন্য দেশকে ইউরোপীয় হওয়ার শর্ত পূরণ করতে হয়, এবং নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হয় অনুচ্ছেদ ১০: Open Door Policy অনুযায়ী।
-
অনুচ্ছেদ ১: শান্তিপূর্ণ সমাধান
-
অনুচ্ছেদ ২: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
-
অনুচ্ছেদ ৩: প্রতিরক্ষা সক্ষমতা
-
অনুচ্ছেদ ৪: পরামর্শ
-
অনুচ্ছেদ ৫: সম্মিলিত প্রতিরক্ষা
-
অনুচ্ছেদ ৬: আক্রমণের সংজ্ঞা
-
অনুচ্ছেদ ৭: জাতিসংঘ সনদের বাধ্যবাধকতা
-
অনুচ্ছেদ ৮: অ-দ্বন্দ্বমূলক সম্পৃক্ততা
-
অনুচ্ছেদ ৯: বাস্তবায়ন পরিষদ
-
অনুচ্ছেদ ১০: অতিরিক্ত পক্ষসমূহ / নতুন সদস্য দেশ অন্তর্ভুক্তি (Open Door Policy)
-
অনুচ্ছেদ ১১: চুক্তি অনুমোদন এবং প্রয়োগ
-
অনুচ্ছেদ ১২: চুক্তি পর্যালোচনা
-
অনুচ্ছেদ ১৩: জোটের সদস্যতা ত্যাগ
-
অনুচ্ছেদ ১৪: চুক্তির অন্যান্য সংস্করণের গ্রহণযোগ্যতা
উৎস:

0
Updated: 3 weeks ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-

0
Updated: 2 weeks ago
’কলোসিয়াম' নাট্যশালা কোথায় তৈরি হয়েছিল?
Created: 1 month ago
A
রোম, ইতালি
B
লিমা, পেরু
C
প্যারিস, ফ্রান্স
D
বন, জার্মানি
কলোসিয়াম হলো রোমের একটি বিশাল অ্যাম্ফিথিয়েটার, যা রোমান সাম্রাজ্যের ফ্লাভিয়ান বংশের শাসনামলে নির্মিত হয়েছিল।
-
নির্মাণ শুরু: খ্রিষ্টাব্দ ৭০–৭২ সালের মধ্যে
-
অবস্থান: রোম, ইতালি; পালাটাইন পাহাড়ের পূর্বদিকে
-
প্রধান উদ্যোক্তা: সম্রাট ভেসপাসিয়ান (Vespasian)
-
সমাপ্তি করেন: সম্রাট টাইটাস (Titus)
-
পরবর্তী উন্নয়ন: সম্রাট ডোমিশিয়ান (Domitian)
-
রোমে ‘কলোসিয়াম’ নামে এটি পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা হিসেবে পরিচিত
-
দর্শক ধারণক্ষমতা: একসাথে ৫,৬০০ জন
-
রোমে ভাস্কর্যের নিদর্শন হিসেবে পাওয়া গেছে অনেক সম্রাট, কর্মকর্তা ও দেবতাদের মূর্তি
উৎস:

0
Updated: 1 month ago