বাব-এল-মান্দেব প্রণালী কোন দুটি স্থলভাগের মাঝে অবস্থিত?
A
সৌদি আরব ও ইরান
B
সোমালিয়া ও ওমান
C
সুদান ও সৌদি আরব
D
ইয়েমেন ও জিবুতি
উত্তরের বিবরণ
বাব এল-মান্দেব প্রণালী:
-বাব এল-মান্দেব প্রণালী আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী।
- ইয়েমেন ও জিবুতি/ইরিত্রিয়া দুটি স্থলভাগের মাঝে অবস্থিত।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে।
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী।
- প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত। পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত।
- প্রণালীটির আরবি নামের অর্থ 'কান্নার দ্বার'।

0
Updated: 2 months ago
Federal Security Service (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 2 weeks ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
জার্মানি
D
ফ্রান্স
রাশিয়ার FSB হলো দেশের প্রধান জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, যা অভ্যন্তরীণ নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
পূর্ণরূপ: Federal Security Service (FSB)
-
প্রতিষ্ঠার পূর্ব নাম: KGB
-
নাম পরিবর্তনের প্রক্রিয়া: রাশিয়ান রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন FSB নামকরণ করেন
-
প্রতিষ্ঠা: ১৯৯৪
-
সদরদপ্তর: মস্কো, রাশিয়া

0
Updated: 2 weeks ago
স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
Created: 1 week ago
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।

0
Updated: 1 week ago
ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 2 weeks ago
A
১৯৪৬ সাল
B
১৯৪৮ সাল
C
১৯৪৯ সাল
D
১৯৫১ সাল
ন্যাটো (NATO) বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করে।
-
প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯
-
প্রতিষ্ঠার প্রক্রিয়া: উত্তর আটলান্টিক চুক্তি বা ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে
-
সদস্য দেশ: বর্তমানে ৩২টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
মূল নীতি: সদস্য দেশগুলোর মধ্যে যে কোনো আক্রমণের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ করা
-
সিদ্ধান্ত গ্রহণ: ন্যাটোর প্রতিটি সিদ্ধান্ত সম্মিলিতভাবে গৃহীত হয়

0
Updated: 2 weeks ago